ফরেক্স

বতর্মানে বাংলাদেশে সবচেয়ে অনলাইন ইনকামের জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠেছে ফরেক্স। ফরেক্স এর মাধ্যমে প্রচুর টাকা আয় করা সম্ভব। তবে শুধুমাত্র ফরেক্স সম্পর্কে আপনার ভাল ধারনা থাকলেই চলবে না বরং দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকতে হবে। যদি না বুঝে ফরেক্স মার্কেটে বিনিয়োগ করেন তাহলে আপনার জন্য তা ক্ষতির কারণ হতে পারে।

      একাউন্ট ও ট্রেড

      প্রযুক্তিগত উন্নয়ন এবং লেনদেনের সহজলব্ধতার কারনে বিভিন্ন আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান এই বৈদেশিক মুদ্রা বাজারে নিজের অবস্থান তৈরী করে নিয়েছেন। আপনি চাইলেও এই মুদ্রা বাজারে আপনার অবস্থান তৈরী করতে পারেন।

      ট্রেড করার জন্য যে বেসিক বিষয়গুলো জানা দরকার

      ফরেক্স মার্কেটে ট্রেডার হওয়ার জন্য আপনাকে ট্রেড এর সাথে জড়িত কিছু বেসিক বিষয় বুঝতে হবে। যা না বুঝতে পারলে আপনি ভালো ট্রেড করতে পারবেন না। 

       ফরেক্স টুল



       

      Copyright @ 2013 ফর কম্পিউটার .