জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন?

অনলাইনের দুনিয়ায় এখন পাসওয়ার্ডের শেষ নেই। আইডির সংখ্যা যতো বাড়ছে গোপন নম্বরের সংখ্যাও সে হারে বাড়ছে। একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার নিরাপদ নয় বলে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করা হয়। এগুলোর মধ্য থেকে অনেক সময় জিমেইল আইডির পাসওয়ার্ড ভুল হয়ে যেতে পারে। কোথাও লেখা না থাকলে তখন বিপাকে পড়তে হয়।
তবে এতে একদম দিশেহারা হওয়ার দরকার নাই। কেননা কিছু কৌশল রয়েছে যেগুলো প্রয়োগ করে জিমেইলে প্রবেশ করা সম্ভব।

  • এরপর ‘I don’t know my password’ সিলেক্ট করে যে আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন সেটি দিতে হবে।
  • এরপর জিমেইল সর্বশেষ পাসওয়ার্ডটি চাইবে। যদি মনে থাকে সেটি চাইপ করুন। না মনে থাকলে পরবর্তী নির্দেশনায় অর্থাৎ I don't know অপসনে যেতে হবে।
  •  এ ধাপে আপনার রিকভারি মেইল আইডি দিতে বলা হবে। ই-মেইল আইডি ওপেন করার সময় দেওয়া আইডিটিই রিকভারি মেইল। তাহলে ওই মেইলে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে কিভাবে পাসওয়ার্ড ফিরে পেতে পারেন।
  • যদি মেইল আইডি ভুলে যান তাহলে ‘Verify your identity’ অপশনটি ক্লিক করতে হবে। এতে বর্তমানে চালু আছে এমন একটি মেইল আইডি দিতে হবে। এরপর জিমেইল আইডির প্রয়োজনীয় তথ্য দিতে হবে। যেমন: জন্মতারিখ এবং কবে আইডিটি খোলা হয়েছিল ইত্যাদি।
তাহলে বিকল্প মেইলে আইডি উদ্ধারের বিস্তারিত তথ্য জানানো হবে।


জিমেইলে সেন্ড করা মেইল ফেরত অানার পদ্ধতি

অফিসে বসের উপর বিরক্ত হয়ে হঠাৎ করেই মেইলে লিখলেন, চাকরিটা আর করবেন না। চিন্তা করছেন সেন্ড করবেন কি না। হঠাৎ করেই সেন্ড বাটনে ক্লিক করে ফেললেন। মেইল সেন্ড করেই ভাবলেন, কাজটি করা ঠিক হয়নি।
এ ধরনের সমস্যা থেকে এখন আপনাকে পরিত্রাণ দেবে গুগল মেইলের (জি-মেইল) আনডু অপশন। সাম্প্রতি গুগল মেইলে যুক্ত হয়েছে আনডু অপশন। এখন থেকে সেন্ড করা মেইল আপনি ফেরত আনতে পারবেন।
 যেভাবে অপশনটি চালু করবেন:
  • প্রথমে আপনার জি-মেইলে সাইন ইন করুন। 
  • মেইল বক্সের ডান দিকের উপরে সেটিং বক্সে ক্লিক করে সেটিং অপশনে ক্লিক করুন।
  • উপরের দিকে থাকা অপশনগুলোতে জেনারেল সিলেক্ট করা না থাকলে করে নিন।
  • একটু নিচের দিকে নামতে থাকলে দেখতে পাবেন 'আনডু সেন্ড'। এটি সক্রিয় করলেই ১০, ২০ ও ৩০ সেকেন্ডের তিনটি অপশন আসবে। অর্থাৎ কত সেকেন্ডের মধ্যে আনডু করতে পারবেন।

এখন থেকে আপনার পাঠনো মেইল পাঠানোর পরেই একটি নোটিফিকেশন দেখাবে। সেখান থেকেই পাঠনো মেইল আনডু করা যাবে। আপনার কোনও মেইল আনডু করলে তা ড্রাফট বক্সে ফেরত আসবে।
প্রসঙ্গত, গত ৬ বছর এই অপশনটি জি-মেইলের ল্যাবে ছিল। ২০০৯ সালে এটি সম্পর্কে জি-মেইল প্রথম জনসমক্ষে তথ্য প্রকাশ করে।

জিমেইলে আপনার স্বাক্ষর যুক্ত করুন


মেইল কম্পোজ করার পর একদম নিচে প্রেরক হিসাবে নাম, ঠিকানা ইত্যাদি লেখার রীতিনীতি বহুকাল থেকে। প্রেরক হিসাবে নিচে ব্যবহৃত নাম, ঠিকানা সম্বলিত তথ্যই ইমেইলে Signatures বা স্বাক্ষর নামে পরিচিত। যতবার আপনি মেইল পাঠাবেন বা কম্পোজ করবেন ততবার এই Signatures বা স্বাক্ষর টাইপ করার ঝামেলা দুর করার জন্য জিমেইল Signatures বা স্বাক্ষর অটোযুক্ত করার ফিচার যুক্ত করেছে।

জিমেইলে Signatures বা স্বাক্ষর যুক্ত করার নিয়মঃ

  • প্রথমেই Gmail লগিন করুন।
  • তারপর ডানসাইটে থাকা Settings এ ক্লিক করুন।
  • সেখান থেকে Settings সিলেক্ট করুন।
  • পেজ লোড হলে নিচের দিকে  “Signature” অপসন থেকে No Signature এর টিক তুলে দিয়ে  signature text in the box  এ টিক দিয়ে সেখানে আপনার ইচ্ছামত Signature বা স্বাক্ষর তৈরি করুন।

  • সবশেষে  Save Changes ক্লিক করে সেভ করুন।



অটোমেটিক ভাবে জিমেইল এর মেইল অন্য মেইলে ফরওয়ার্ড করুন


Gmail অটোমেটিক ভাবে তার ইনবক্সে আসা মেইলগুলো  অন্য মেইল একাউন্টে ফরওয়ার্ড বা পাঠানোর সুবিধা দেয়। এই সুবিধা পাওয়ার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।

সমস্ত নতুন মেইল ফরওয়ার্ড পদ্ধতি: 

  • প্রথমে যে মেইল থেকে ফরওয়ার্ড করতে চান সেই মেইলে login করুন।
  • তারপর ডানসাইটে থাকা Settings এ ক্লিক করুন।
  • সেখান থেকে সেটিংস এ প্রবেশ করুন।
  • এখন সারিবদ্ধ ট্যাব থেকে Forwarding and POP/IMAP ট্যাব সিলেক্ট করুন।
    Forwarding, POP & IMAP tab
  • Add a forwarding address গিয়ে আপনি যে মেইলে ফরওয়ার্ড করতে চান সে মেইল একাউন্ট দিয়ে দিন।
  • সবশেষে নিচ থেকে Save Change করুন।



 

Copyright @ 2013 ফর কম্পিউটার .