আমেরিকার বিখ্যাত মাইক্রোসফ্ট কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত Microsoft Office মূলত একটি অফিস ভিত্তিক প্যাকেজ প্রোগ্রাম। এই প্যাকেজ প্রোগ্রামটিকে আপনার কম্পিউটারে সেটাপ করার সহজ পদ্ধতিটি নিচে দেখানো হল...
প্রথমে মাইক্রোসফ্ট অফিস প্রোগ্রার 2007 এর ডিভিডি ডিস্কটি DVD ROM এ ঢুকান । অথবা Hard Drive এ ব্যাকআপ ফাইল থেকে অফিস ২০০৭ এর Setup ফাইলে প্রবেশ করে Setup.ext ফাইলটিতে ডাবল ক্লিক করুন।
Setup.ext ফাইলটিতে ডাবল ক্লিক করার একটু পর Office 2007 License Agreement পেজটি আসবে। সেখানে লাইসেন্স সিরিয়াল নাম্বারগুলো প্রবেশ করান। এখন কথা হলো সেটা পাবেন কোথায়? খুব সহজ একটু খেয়াল করলে দেখবেন যে Setup.ext ফাইলটি পাশেই একটি টেক্স ফাইলে লাইসেন্স সিরিয়াল নাম্বারগুলো দেয়াই আছে। সেখানে থেকে কপি করে দিতে পারেন এবং Next করুন। এরপর Installation method নির্বাচন জন্য একটি পেইজ আসবে যেখান থেকে Install now সিলেক্ট করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। সবশেষে Close করুন।