ইয়াহু মেইলে আপনার স্বাক্ষর যুক্ত করুন

মেইল কম্পোজ করার পর একদম নিচে প্রেরক হিসাবে নাম, ঠিকানা ইত্যাদি লেখার রীতিনীতি বহুকাল থেকে। প্রেরক হিসাবে নিচে ব্যবহৃত নাম, ঠিকানা সম্বলিত তথ্যই ইমেইলে Signatures বা স্বাক্ষর নামে পরিচিত। যতবার আপনি মেইল পাঠাবেন বা কম্পোজ করবেন ততবার এই Signatures বা স্বাক্ষর টাইপ করার ঝামেলা দুর করার জন্য ইয়াহু মেইল Signatures বা স্বাক্ষর অটোযুক্ত করার ফিচার যুক্ত করেছে।


ইয়াহু মেইলে Signatures বা স্বাক্ষর যুক্ত করার নিয়মঃ


  • প্রথমে ইয়াহু মেইল এ লগিন করুন।
  • তারপর ডানসাইটে থাকা Settings আইকনে মাউস পয়েন্টার রাখুন। Gear Icon
  •  একটি ফ্লাই লেআউট আসবে। সেখান থেকে Settings এ ক্লিক করুন।
  • তারপর বাম সাইটের মেনুবার থেকে  Writing email সিলেক্ট করুন।
  • এখন শুধুমাত্র signature ড্রপবক্স থেকে Show a plain text signature অথবা Show a rich text signature সিলেক্ট করে আপনার পছন্দ মত Signatures বা স্বাক্ষর টাইপ করুন।
  • সব শেষে Save করুন।


অটোমেটিক ভাবে ইয়াহু মেইল ফরওয়ার্ড করুন অন্য মেইলে

Yahoo mail অটোমেটিক ভাবে তার ইনবক্সে আসা মেইলগুলো অন্য মেইল একাউন্টে ফরওয়ার্ড বা পাঠানোর সুবিধা দেয়। এই সুবিধা পাওয়ার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।

মেইলে আসা সমস্ত নতুন মেইল ফরওয়ার্ড পদ্ধতি:

  • ইয়াহু মেইলে লগিন করে ডান দিকে সাইটে থাকা Settings Gear Icon  তে মাউস পয়েন্টার রাখুন। সেখানে অবস্থিত Settings এ ক্লিক করুন।
  • তারপর বামদিকের মেনুবার থেকে Accounts এ ক্লিক করুন।
  • সেখান থেকে "Yahoo account." এর  Edit এ ক্লিক করুন।
  • এখন Forward সিলেক্ট করুন।
  • আপনি যে মেইল একাউন্টে আপনার মেইল ফরওয়ার্ড করতে যান সেই একাউন্ট দিয়ে দিন। আর নিচের অপসন থেকে Store and forward সিলেক্ট করুন। অথবা আপনার প্রয়োজনীয় অপসন সিলেক্ট করুন।
  • সবশেষে  Save করুন।


 

Copyright @ 2013 ফর কম্পিউটার .