গুগল ক্রোমের বাংলা ফন্ট সমস্যা দূর করার পদ্ধতি



যদি আপনার গুগল ক্রোম ব্রাউজারে বাংলা ফন্ট সমস্যা সমাধান পদ্ধতি:

  • গুগল ক্রোম এর উপরে ডান পাশে একটা বাটন দেখতে পাবেন তিনটা সমান্তরাল রেখা, এই বাটনে ক্লিক করুন।
  • তারপর Settings এ যান।
  • একটু নিচে দেখবেন Show advanced settings, এখানে ক্লিক করুন।
  • একটু নিচে Web content অপসন দেখতে পাবেন, এইখান থেকে Customize Fonts এ ক্লিক করুন।
  • তারপর সেটিংস্‌ করুন -
    Standard Font: Courier
    New Serif: Siyam Rupali
    Sans-Serif: Siyam Rupali
    Fixed-width Font: Times New Roman
    শেষে Done করুন। 

এই পর্যন্ত সেটিংস্‌ করার পর দেখবেন কিছু কিছু সাইট ঠিকভাবে দেখা গেলেও সব সাইট দেখা যাচ্ছে না। তাহলে উপায়? আর অল্প একটু কাজ বাকি। তা হলো, ব্রাউজার এর অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে chrome://flags তারপর enter। এই অবস্থায় ব্রাউজার আপনাকে flags পেজে নিয়ে যাবে। এখন একটু নিচে খেয়াল করলে দেখবেন Disable DirectWrite Windows নামেে একটি অপসন আছে। এইটাকে enable করে দিতে হবে, তাহলেই সব সমস্যা শেষ।  ব্রাউজার restart করুন দেখবেন ঠিক হয়ে গেছে। 

ইউটিউব থেকে সরাসরি অডিও বানিয়ে ডাউনলোড করুন

ইন্টারনেটে ভিডিও আদান-প্রদান, দেখা বা ডাউনলোড করার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব। অনেক সময় এ সাইট থেকে ভিডিও ছাড়া শুধু অডিও ফরম্যাট ডাউনলোডের প্রয়োজন হয়। তখন কি করতে হবে তা অনেকে বুঝতে পারেন না। এ জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে। 

ইউটিউব থেকে অডিও নামাতে অনেকে প্রথমে পুরো ভিডিওটি ডাউনলোড করেন। এরপর বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে অডিও ফলম্যাটে রুপান্তর করে থাকেন। তবে এত ঝামেলা না করে অনলাইনেই করে ফেলা যায়। তবে এ জন্য অনলাইনে কিছু ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এসব ওয়েবসাইটে গিযে কাঙ্ক্ষিত ভিডিওটির লিংক দিলে তা অডিও ফরম্যটে ডাউনলোড হয়ে যায়।



যেভাবে ইউটিউব থেকে আয় করবেন

অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে ইউটিউব থেকে আয় একটি জনপ্রিয় উপায়। বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব থেকেও আপনি আয় করতে পারবেন কইয়েকটি বিশেষ উপায়ে। ভিডিও তৈরি করে অনেকেই ইউটিউব থেকে আয় করছেন। তবে আপনি কেন পারবেন না। এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের দেখাতে চেষ্টা করব কিভাবে ইউটিউব থেকে আয় করা যায়।

নিচে কয়েকটা পদ্ধতি আলোচনা করা হলো- 

আপনি ভিডিও তৈরীর জন্য দুইটি পথ অবলম্বন করতে পারেন। প্রথমটা হলো- ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করুন। আর আপনার যদি কোনও ভিডিও ক্যামেরা না থাকে তাহলে আপনি এক্ষেত্রে আপনার কম্পিউটার ব্যবহার করতে পারেন। একটা বিষয়কে মাথায় রাখবেন, তা হলো- আপনাকে অবশ্যই মজাদার/ শিক্ষনীয় ভালো মানের ভিডিও তৈরি করতে হবে। যদি আপনি আপনার চ্যানেলটিকে টিউটোরিয়ালের নির্ভর করতে চান তবে আপনি এখানে ভিডিও টিউটোরিয়ালই আপলোড করেন অন্য কিছু নয়। কিংবা যদি ভিডিও গান বা নাটক এর চ্যানেল বানাতে চান তবে তাও বেশ জনপ্রিয় হতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে আপনি যখন আপনার ভিডিও গুলি আপলোড দেবেন, তখন অবশ্যই আপনার কী-ওয়ার্ডগুলো দিয়ে দেবেন এবং সাথে সাথে আপনার ভিডিও এর ডেসক্রিপশনটাও দিয়ে দেবেন। এবার আপনার আপলোডকৃত ভিডিও বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করুন। কারণ শুধু আপলোড করে দিলেই হবে না জনপ্রিয় হতে হলে আপনার ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন: ফেসবুক, টুইটার, গুগোল+ ইত্যাদি সমূহে শেয়ার করুন।
আপনার ভিডিওয়ের জন্য ব্যাকলিংক তৈরী করুন। একটা কথা ভাল করে মনে রাখবেন, YouTube ভিডিও পাবলিশিংও এক ধরনের ব্লগিং। তাই, আপনাকে ইউটউব, গুগোল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনে ভাল অবস্থানে আসার জন্য অবশ্যই কিছু ব্যাকলিংক তৈরী করতে হবে। শুধু আপনার টপিক রিলেটেড সাইটে লিংক তৈরি করুন। আপনার প্রতিযোগীদের বা আপনার মত কাজ করছেন এরকম লোকদের অনুসরণ করুন। আপনি যদি সফল হতে চান, তাহলে আপনার প্রতিযোগীদেরকে অনুসরণ করুন। দেখুন তারা কিভাবে সফল হচ্ছেন। তাদের সফলতার ইতিহাসটা পড়ুন।

কিভাবে ইউটিউব থেকে আয় করবেন : আপনি যদি উন্নতমানের জনপ্রিয় ভিডিও তৈরি করতে পারেন, বা আপনার চ্যানেল জনপ্রিয় হয় তাহলে আপনি ইউটিউবের এ্যাডসেন্স পার্টনারশিপ থেকেই একটা অফার পেতে পারেন। ওরা আপনাকে পার্টনার করলে প্রতি মাসে একটা ভাল এমাউন্টের টাকা দেবে। এই লিংকে ক্লিক করে YouTube Partnership পার্টনারশিপের জন্য আবেদন করতে পারেন। যদি তারা আপনাকে রিজেক্ট করে তাহলে ‍পুনরায় এপ্লাই করার জন্য আপনাকে আরো ২ মাস অপেক্ষা করতে হবে। আর যদি আপনার চ্যানেলকে তারা একসেপ্ট করে তাহলে তো গেল। কারণ, তারা আপনাকে প্রতি মাসে $200 দেবে।

এছাড়াও বিভিন্ন পণ্যের ভিডিও রিভিউ দিয়ে বা বিভিন্ন এ্যাডভারটাইজিং ভিডিওয়ের মাঝে দিয়ে আয় করা যায়। এছাড়া ভিডিওয়ের ডিসক্রিপশনে বিভিন্ন পণ্যের এফিলিয়েট লিংক দিয়ে দি্তে পারেন। কোনও পণ্য বিক্রয় হলেই আপনি টাকা পাবেন। তাছাড়া আপনি যদি সুন্দর একটা নামের বা ভালো কী-ওয়ার্ডের চ্যানেলের মালিক হন তবে সেটা পরে বিক্রি করে দিতে পারেন। অনেকেই আছে যারা টার্গেটেড কিওয়ার্ডের বা সুন্দর নামের চ্যানেল ক্রয় করে থাকেন। যদিও ইউটিউব অফিসিয়ালি এটা সাপোর্ট করে না কিন্তু তার পরেও হয়। তবে এটা সময় সাপেক্ষ। মোট কথা আপনি যদি কোয়ালিটি সম্পন্ন জনপ্রিয় ভিডিও তৈরী করতে পারেন, তাহলে আপনিও ইউটিউব থেকে আয় করতে পারেন বেশ কয়েক হাজার হাজার টাকা।

মজিলা ফায়ারফক্সে বাংলা ফন্ট সমস্যা ও সমাধান

মজিলা ফায়ারফক্সে বাংলা লেখা উল্টা পাল্টা আসার কারণ থেকে পরিত্রান পেতে নিচের সহজ ধাপ গুলো অনুসরণ করুন। মুলত অভ্র ইন্সটল করার পরে এই সমস্যা টা বেশী হয়।
  •  প্রথমে address bar এ '    about:config   ' লিখে Enter চাপলে নিচের মেসেজ উইন্ডোটি আসবে।

  • I'll be careful, I promise! এ ক্লিক করে এগিয়ে যান।
  • এরপর উপরে search বক্সে '  beng ' করুন। লক্ষ্য করে দেখুন নিচের মত একটি লিস্ট পাবেন।





  • এখন এই লিস্ট থেকে 'font.name-list.monospace.x-beng' এর উপরে রাইট ক্লিক করে Modify তে ক্লিক করুন। এবার একটি পপ-আপ উইন্ডো আসবে এবং সেখানকার বক্সে আপনার পছন্দের ফন্টটির নাম লিখুন (Siyam Rupali, Solaiman Lipi, Kalpurush, SutonnyMJ etc.)  (অবশ্যই সঠিক স্পেলিং এ লিখতে হবে)।
 বিশেষ দ্রষ্টব্য : অবশ্যই আগে ফন্টটি আপনার কম্পিউটারে ইন্সটল করা থাকতে হবে। 

  •  একইভাবে  'font.name-list.monospace.x-beng' এর মত নিচের সবগুলোই  Modify করুন।
font.name-list.sans-serif.x-beng,
font.name-list.serif.x-beng,
font.name.monospace.x-beng,
font.name.sans-serif.x-beng,
font.name.serif.x-beng;
  • এইবার মজিলা ফায়ারফক্স রিস্টার্ট করুন। বাংলা ফন্ট এলোমেলো হওয়ার সমস্যার সমাধান হয়েছে।
এর পরও সমস্যা সমধান না হলে  Font fixer tool টি ব্যবহার করে দেখতে পারেন।




বন্ধ করুন অপেরা এর সার্টিফিকেট ম্যাসেজ


যেকোন কারণে কখনো যদি আপনার অপেরা ওয়েব ব্রাউজার অপেন করে Server certificate expired ম্যাসেজ বক্স দেখায় তাহলে নিচের পদ্ধতি অবলম্বন করে দেখুন।




    • প্রথমে Start মেনু থেকে Control Panel এ যান। সেখান থেকে Date and Time সিলেক্ট করুন।
    • তারপর change date and time ট্যাব থেকে আপনার কম্পিউটারের তারিখ ও সময় ঠিক করুন।

      ফেসবুকে গোপনে মেসেজ পড়ার উপায়

      ফেসবুকে আপনাকে কেউ মেসেজ পাঠানোর পর আপনি যদি তা ওপেন করেন তাহলে তা প্রেরক বুঝতে পারে। এমনকি মেসেজটি কোন সময়ে পড়া হয়েছে তাও দেখানো হয়। এ পদ্ধতিকে কে  আপনি চাইলে এড়িয়ে যেতে পারেন।Facebook Unseen  নামে গুগল ক্রোমের একটি এক্সটেনশন। এতে আপনি মেসেজ পড়েছেন নাকি পড়েননি তা ম্যানুয়ালি মার্ক করে দিতে পারবেন।



      যা করতে হবেঃ

      • গুগল ক্রোম ব্রাউজার অপেন করুন।
      • Facebook Unseen এই লিঙ্ক কে ব্রাউজ করে + free বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ক্রোম ব্রাউজারের উপরের ডান দিকে এক্সটেনশনে ক্লিক করে enabled করার মধ্য দিয়ে আপনি আপনার ফেসবুকের মেসেজ পড়েছেন নাকি পড়েননি তা ম্যানুয়ালি মার্ক করে দিতে পারবেন। 
       








      নিরাপদ থাকতে ফায়ারফক্স প্রাইভেট ব্রাউজার ব্যবহার করুন



      মজিলা ফায়ারফক্সে Private Browsing একটি নতুন ফিচার। এটি আপনাকে নিরাপদে ইন্টারনেটে ব্রাউজ করার সুবিধা দেবে। আমরা অনেকেই Cyber Cafe এ বসে আমাদের প্রয়োজনীয় কাজগুলো করি। কিংবা বাসায় একটা কম্পিউটার অনেকজন ব্যবহার করি। সেখানে আমাদের privacy বলতে কিছু থাকে না। মানে আমার আগে কে বসেছিল এবং সে কি কাজ করেছে তা আমরা সহজেই browser এর History তে খুজে পাই। এর ফলে নিজের অনেক জিনিসই মানুষ জানতে পারে যা আমরা চাই না। একথা চিন্তা করে ফায়ারফক্স private browsing সুবিধা চালু করেছে।

      মজিলা ফায়ারফক্সে Private Browsing নিয়মঃ

      • ফায়ারফক্স ওপেন করুন।
      • মেনুবার থেকে New Private Window তে ক্লিক করুন।

      মজিলা ফায়ারফক্সে Private Browsing সুবিধাঃ

      ফায়ারফক্সে প্রাইভেট ব্রাউজিং করলে মজিলা ফায়ারফক্স আপনার Cookies, Download list, Search bar entries, Auto complete entries, Visited pages, Cache and passwords কিছুই ফায়ারফক্স রাখবে না। তবে যখন আপনি কোনো bookmark এবং download সেভ করবেন তখন তা ফায়ারফক্স রেখে দেবে।


      অপেরা থেকে দ্রুত সাইট দেখুন

      অনেকেই মোবাইল থেকে ওয়েবসাইট  ব্রাউজ করতে অপেরা মিনি ব্যবহার করেন। অপেরা মিনিতে প্রায় ওয়েবসাইট দেখার ক্ষেত্রে গতি অনেক ধীর থাকে। তবে চাইলেই এটি দূর করা যায়।
      • অপেরা মিনি ৪.০-এ দ্রুত ওয়েবসাইট দেখতে MenuTools নির্বাচন করতে হবে। 
      • এবার Settings-এর একেবারে নিচে Network থেকে Socket/HTTP বা Socket নির্বাচন করে দিন।
      • শুধু Socket নির্বাচন করলে দ্রুতগতিতে ব্রাউজ করা যায়।
      অপেরা মিনি ৬ এবং এর পরের সংস্করণগুলোতে একই নিয়মে Socket/HTTP নির্বাচন করা যাবে না। এতে অন্যভাবে করতে হবে। এ জন্য শুরুতে অপেরা মিনি ৬ সংস্করণে Menu থেকে O Symbol নির্বাচন করে Settings-এ যান। এবার Settings অপশনের নিচে Advance থেকে Protocol-এ ক্লিক করে Socket/HTTP থেকে Socket/HTTP বা Socket নির্বাচন করুন। এই কাজগুলো করে অপেরা মিনি বন্ধ করে আবার চালু করতে হবে। এবার দেখুন ফেসবুকসহ অন্যান্য ওয়েবসাইট খুব দ্রুত ব্যবহার করা যাচ্ছে।


      মজিলা ফায়ারফক্স এর কীবোর্ড শর্টকাট

      মজিলা ফায়ারফক্স বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় একটি ব্রাউজার।  মজিলা ফায়ারফক্স এ ওয়েবপেজ ব্রাউজ করার সময় শর্টকাট কী ব্যবহার করলে আপনার সময় আরো কমে যাবে।

      পেজ সংক্রান্ত শর্টকাটঃ


      Spacebar — স্কিনে প্রদর্শিত অংশটুকুর বাকি অংশ দেখার জন্য Spacebar ব্যবহার করুন। এতে ওয়েব পেজের বাকি অংশ ধারাবাহিক ভাবে প্রদর্শিত হবে।
      Shift – Spacebar— স্কিনে প্রদর্শিত অংশটুকুর উপরের অংশ দেখার জন্য Shift+Spacebar ব্যবহার করুন। এতে পেজের উপরের অংশ ধারাবাহিক ভাবে প্রদর্শিত হবে।
      Down Arrow – পেজের নিচের দিকে যাওয়ার জন্য।
      Page Down —একই সঙ্গে এক স্কিন পরিমাণ পেজ নিচে যাওয়ার জন্য।
      Up Arrow – পেজের উপরের দিকে যাওয়ার জন্য।
      Page Up — একই সঙ্গে এক স্কিন পরিমাণ পেজ উপরের যাওয়ার জন্য।
      End – পেজের সর্বশেষ অংশে যাওয়ার জন্য।
      Home – পেজের সর্বপ্রথম অংশে যাওয়ার জন্য।

      Pages, Tabs ও Bookmarks শর্টকাটঃ

      F5               — বর্তমান পেজটি রিলোড করার জন্য।
      Alt + Home —ব্রাউজারের সকল ট্যাব ক্লোজ করে হোম ট্যাব নিয়ে আসার জন্য।
      Ctrl + L       — এড্রেস বারে যাওয়ার জন্য।
      Ctrl + K      — সার্চ বক্সে এ যাওয়ার জন্য।
      Ctrl + =       — পেজের টেক্স সাইজ বড় বা zoom করার জন্য।
      Ctrl + –        — পেজের টেক্স সাইজ ছোট বা zoom out করার জন্য।
      Ctrl + P       —ওয়েবপেজ প্রিন্ট করার জন্য।
      Ctrl + H       — ব্রাউজিং ইতিহাসগুলো পেজের বাম সাইডে দেখার জন্য।
      Ctrl + T       — নতুন ট্যাব খোলার জন্য।
      Ctrl + W     — বর্তমান ট্যাব বন্ধ করার জন্য।
      Ctrl + Tab   — এক ট্যাব থেকে আরেক ট্যবে যাওয়ার জন্য।
      Ctrl + 1-9    — যেকোন একটি নম্বর ব্যবহার করে আপনি সেই ট্যাবে যেতে পারেন।
      Ctrl + B      — বুকমার্ক কলাম পেজের বাম সাইডে দেখার জন্য।
      Ctrl + I       — বুকমার্ক কলামটি বন্ধ করার জন্য।
      Ctrl + D     – বর্তমান পেজটি বুকমার্ক করার জন্য।

      Mouse শর্টকাটঃ

      Shift – scroll down – আগের পেজে ব্যাক করার জন্য।
      Shift – scroll up – পরবর্তঅ পেজে ব্যাক করার জন্য।
      Ctrl – scroll up — পেজের টেক্স সাইজ বড় বা zoom করার জন্য।
      Ctrl – scroll down — পেজের টেক্স সাইজ ছোট বা zoom out করার জন্য।
      Middle click on link —কোন লিঙ্ক নতুন ট্যাবে খোলার জন্য।
      Middle click on a tab — ট্যাব বন্ধ করার জন্য।
      Middle click- পেজের উপরে নিচে যাওয়ার জন্য।


      মজিলা ফায়ারফক্স এ সুন্দর সুন্দর থিম যোগ করুন


      মজিলা ফায়ারফক্স কে সুন্দর সুন্দর থিম দিয়ে মনের মত করে সাজাতে অনেক Add-ons যুক্ত হয়েছে। আপনি চাইলেই এই থিমগুলো খুব সহজেই আপনার প্রিয় মজিলা ফায়ারফক্স ব্রাউজারে যোগ করতে পারেন। শুধুমাত্র নিচের লিঙ্ক থেকে পছন্দ করে Add Theme করলেই আপনার কাজ শেষ।



      এই লিঙ্ক থেকে থিম যোগ করুন










      মজিলা ফায়ারফক্স এর Master Password ভুলে গেছেন! ভেঙ্গে ফেলুন

      ওয়েবসাইট ব্যবহারে সময় বাচাঁনোর জন্য আমার মজিলা ফায়ারফক্স  ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে রাখি। আর এই পাসওয়ার্ডের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় Master Password।
      (পূর্বের পোস্ট দেখুন)   এখন আমরা দেখবো কিভাবে এই Master Password ভেঙ্গে ফেলতে হয়।
      • মজিলা ফায়ারফক্স অপেন করুন।
      • এড্রেস বারে নিচের কোডটি/ কমান্ড টাইপ করুন-
      chrome://pippki/content/resetpassword.xul
      • সর্বশেষ Reset করুন।

      উল্লেখ্য এই কমান্ড ব্যবহার করলে সেভ করা সকল পাসওয়ার্ডগুলোও রিমোভ হয়ে যাবে ।






      মজিলা ফায়ারফক্স এর সেভ পাসওয়ার্ড প্রটেক্ট করুন

       আমরা ইন্টারনেট ব্যবহার করার সময় বিভিন্ন সাইটে সাইন ইন করি। সেক্ষেত্রে পাসওয়ার্ড টাইপ করতে হয়। বারবার পাসওয়ার্ড টাইপ না কর Remember Password করে আমরা তা সেভ করে রাখতে পারি। সেক্ষেত্রে পাসওয়ার্ড প্রটেক্ট করার জন্য Master Password ব্যবহার  করুন। কেননা Master Password ব্যবহার না করলে যে কেউ আপনার পাসওয়ার্ড দেখে নিতে পারে।
      পোস্ট পড়ুন
      • মজিলা ফায়ারফক্স অপেন করুন।
      • মেনুবার থেকে Tool এ ক্লিক করুন।
      • তারপর Options নির্বাচন করুন।









       

      • তারপর Security ট্যাব সিলেক্ট করুন। 
















      • এখন পাসওয়ার্ড দিয়ে OK করুন। তাহলে যেকেউ মজিলা ফায়ারফক্স এর সেভ করা পাসওয়ার্ড দেখতে পারবে না।






      মজিলা ফায়ারফক্স এর সেভ পাসওয়ার্ড দেখুন খুব সহজে!

      আমরা ইন্টারনেট ব্যবহার করার সময় বিভিন্ন সাইটে সাইন ইন করি। সেক্ষেত্রে পাসওয়ার্ড টাইপ করতে হয়। তাই অনেকেই পাসওয়ার্ড সেভ করে থাকেন। আর এই সেভ করা পাসওয়ার্ডগুলো একটি নিদিষ্ট স্থানে জমা হয়।

       মজিলা ফায়ারফক্স এ সেভ পাসওয়ার্ড দেখার উপায়ঃ

      • মজিলা ফায়ারফক্স অপেন করুন।
      • মেনুবার থেকে Tool এ ক্লিক করুন।
      • তারপর Options নির্বাচন করুন।






       
      • তারপর Security ট্যাব সিলেক্ট করুন। 

      চিত্র ১
















      চিত্র ১ এর তীর চিহ্নিত Saved Passwords এ ক্লিক করুন।

      চিত্র ২


















      তার পর  চিত্র ২ এর মত আরো একটি উইন্ডোস আসবে। সেখানে দেখানো স্থানে ক্লিক করুন। এখন দেখুন আপনার ব্রাউজার মজিলা ফায়ারফক্স এর সেভ করা পাসওয়ার্ডগুলো প্রদর্শিত হচ্ছে।





      অপেরা মিনিতে বাংলা ফন্ট সাপোর্ট করার উপায়

      মোবাইলে অপেরা মিনি (Opera mini) একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার। যাদের মোবাইলে Opera mini তে বাংলা ফন্ট দেখা যায় না তাদের জন্য পোষ্টটি খুব গুরুত্বপূর্ণ।
      প্রথমে অপেরা মিনি ওপেন করুন (Start opera mini)
      অপেরা মিনি ওপেন হলে এড্রেস বার এ গিয়ে লিখুন opera:config
      (এড্রেস বার বলতে দেখানে ওয়েব সাইট এর ঠিকানা  লিখি সেই জায়গাটুকু বোঝানো হয়েছে। তবে সেখানে www লেখার দরকার নেই শুধু  opera:config লিখতে হবে তারপর Go বাটন চাপুন)





















      তারপর power-user setting পেইজটি আসবে সেখানে একদম শেষের যে অপশন টি সেটি হল Use bitmap fonts for complex scripts এই অপশনটি no দেওয়া থাকলে আপনি yes করে দিবেন।





















      তারপর সেভ করুন।  আশা করি অপেরা মিনিতে বাংলা সাপোর্ট করবে।




       

      Copyright @ 2013 ফর কম্পিউটার .