পিডিএফ কনভার্টার Office 2007 Add-in সফটওয়্যার

মাইক্রোসফট অফিস ওয়ার্ড এবং এক্সেল ডকুমেন্ট ফাইলকে পিডিএফ অথবা এক্সপিএস ফাইলে কনভার্ট করার জন্য মাইক্রোসফট কর্পেোরেশন একটি 
Microsoft Office 2007 Add-in সফটওয়্যার তৈরী করেছে। যার প্রকৃত নাম  Microsoft Save as PDF or XPS।


Microsoft Save as PDF or XPS ব্যবহার পদ্ধতি:

  • সফটওয়্যারটি ব্যবহার করতে হলে Microsoft Office 2007 ইনস্টল করা থাকতে হবে।
  • যেকোন MS Word অথবা MS Excel ফাইল অপেন করুন।
  • Microsoft Office Button থেকে ‍Save as এ মাউস পয়েন্টার রাখুন।
  • এখন PDF or XPS এ ক্লিক করে Save as type এ PDF সিলেক্ট করে Publish করুন।
  • সাধারণত পিডিএফ ফাইলটি Document এ সেভ হবে। যদি অন্য কোথাও সেভ করতে চান তার জন্য Publish করার আগে Save in সিলেক্ট করতে পারতে পারেন।


 

Copyright @ 2013 ফর কম্পিউটার .