কম্পিউটারের র‍্যামের পরিমান জানার পদ্ধতি

কম্পিউটারের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো র‍্যাম। মুলত এটিই  আপনার প্রিয় কম্পিউটারটিকে চালনা করে। আপনার কম্পিউটারের গতি কতটুকু হবে সেটাও নির্ভর করে এরই ওপর। তবে অনেকেরই জানা নেই র‍্যামের পরিমান কত। র‍্যাম কতটুকু আছে সেটি চেক করার বিষয়টিও জানা নেই অনেকের। কিভাবে সহজে কম্পিউটারের র‍্যাম চেক করা যায় সেটির দুই উপায় তুলে ধরা হলো ।

পদ্ধতি এক:

  • প্রথমে কম্পিউটারের স্টার্ট আইকন থেকে সার্চ বারে গিয়ে ‘ram’ লিখে সার্চ দিতে হবে। 
  • তারপর সার্চ থেকে “Show how much RAM is on this computer”-এ ক্লিক করতে হবে। 
  • View basic information about your computer উইন্ডো আসেবে সেখান থেকে System থেকে কম্পিউটারের কতটুকু র‍্যাম আছে তা দেখাবে।

পদ্ধতি দুই:

  •  কম্পিউটারের উপর রাইট ক্লিক করুন।
  • Properties  এ ক্লিক করুন।
  • View basic information about your computer উইন্ডো আসেবে সেখান থেকে System থেকে কম্পিউটারের কতটুকু র‍্যাম আছে তা দেখাবে।

 

Copyright @ 2013 ফর কম্পিউটার .