৩২ বিট আর ৬৪ বিট এ পার্থক্য কি?


কম্পিউটার ব্যবহারকারীগন যদি কম্পিউটারে কত বিটের অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন তা নিয়ে দ্বিধার পড়েন তাহলে এই পোস্টটি আপনার জন্য।
  • ৩২ বিট এর চেয়ে ৬৪ বিটে উইন্ডোজের নিরাপত্তা ব্যবস্থা বেশি, বিশেষ করে Kernel Patch Protection অনেক বেশি শক্তিশালী হয় ৬৪ বিটে। Kernel হল প্রসেসর, হার্ডওযার, ডিভাইস ড্রাইভার এর সাথে অন্যান্য সফটওয়ারের সমন্বয় রক্ষা করে চলার একটি পদ্ধতি যার উপর ভিত্তি করে অপারেটিংস সিস্টেম তৈরি হয়। 
  • ৬৪বিট উইন্ডোজে কিছু কিছু ৩২বিটের সফটওয়ার, আর ড্রাইভার রান করা গেলেও অনেক সময় সমস্যা দেখা দেয়, সঠিকভাবে কাজ করে না। তবে ৩২বিট উইন্ডোজে ৬৪বিট সফটওয়ার বা ড্রাইভার কোনটাই কাজ করে না। 
  • ৬৪ বিটের প্রোগ্রামগুলো ৩২বিটের চেয়ে পারফরমেন্স ভাল দেখায়। যেমন ক্রাশ করা বা এরকম অন্যান্য সমস্যাগুলো থেকে ৬৪বিট প্রোগ্রামগুলো মুক্ত বললেই চলে।
  • ৬৪বিট প্রসেসর সাধারণত x64 এবং ৩২বিট প্রসেসর সাধারণত x86 গতিতে চলে।
  • ৬। ৩২ বিটের জন্য সাধারণত 512MB থেকে 4 GB পর্যন্ত RAM Recommend করা হয় যেখানে ৬৪বিটের জন্য 4 GB recommend করা হয়। তবে এর চেয়ে কম হলেও চলে। 
  • সবচেয়ে বড় ব্যাপার হল ৩২ বিটে 4 GB এর উপর RAM ব্যবহার হয় না। এমনকি অনেক সময় সর্বোচ্চ 3GB পর্যন্ত ব্যবহৃত হয়ে বাকিগুলো RAM অব্যবহৃত থেকে যায় কারণ হার্ডওয়ার সাপোর্ট করে না। অন্যদিকে ৬৪বিটে 1GB থেকে 128GB এর চেয়ে বেশি RAM সাপোর্ট করে। 
  • যে কাজের জন্য বেশি RAM প্রয়োজন হয় সেখানে ৬৪বিটের বিকল্প নেই। যেমন  3D, High powerful Graphics আর Multimedia’র সফটওয়্যার গুলোর জন্য ৬৪বিট একমাত্র সমাধান।
  • আশাকরি কারো মনে আর এই প্রশ্ন থাকবে না যে -৩২বিট আর ৬৪বিটে পার্থক্য কি বা ৩২বিট নাকি ৬৪বিট কোনটা ভাল।
  • নিশ্চয়ই ৬৪ বিট ভালো তবে পুরোনো হার্ডওয়্যারের জন্য ৬৪ বিটের ড্রাইভার সাপোর্ট নেই। ফলে আপনার পিসি এবং এর সাথে ব্যবহার করা বিভিন্ন কম্পোনেন্ট যদি পুরোনো হয় তাহলে আপনি ৬৪ বিট ওএসের জন্য সেগুলোর ড্রাইভার নাও পেতে পারেন।

মেমোরি ডিভাইস এর সম্পূর্ণ স্পেইস ব্যবহার না হওয়ার কারণ

সাধারণ ভাবে বলতে গেলে কম্পিউটার হার্ডডিস্ক, মেমোরি কার্ড ইত্যাদির সাথে আমরা বহুল পরিচিত। কিন্তু আপনারা একটি ব্যাপার কি লক্ষ্য করেছেন? আমরা যখন কোন memory device ক্রয় করি, তখন আমাদের সেই memory device এ যতটা স্পেস (megabyte, gigabyte) লেখা থাকে আমরা তার সম্পূর্ণ স্পেইস ব্যবহার করতে পারি না। যেমন, আমরা 320 GB Hard Disk এর মধ্যে ব্যবহার করতে পারি 298 GB। কখনো কি ভেবে দেখেছেন এই মেমোরি কোথায় যায়? আসুন জেনে নিই কেন আমরা আমাদের memory device এর সম্পূর্ণ স্পেইস ব্যবহার করতে পারি না? 


আমরা অনেকে জানি, 1024Byte=1kilo Byte, 1024 MB = 1 GB এবং 1024 KB = 1MB। যারা জানেন না তাদের জন্য বলি, এই MB (megabyte), GB(Gigabyte) এসব হচ্ছে মেমোরি ইউনিট বা একক। ভরের একক যেমন গ্রাম, দৈর্ঘ্যর একক যেমন মিটার তেমন। এখন এই যে 1024 MB = 1 GB ; 1024 KB = 1MB, এটা শুধু Software Side এর জন্য প্রযোজ্য। অর্থাৎ আমাদের মোবাইলে অথবা কম্পিউটারে এটাকে এভাবে হিসেব করা হয়। কিন্তু যেসব manufacturer company এসব memory device তৈরি করে তাদের কাছে হিসাবটা একটু অন্যরকম। তাদের মতে, 1 KB = 1000 byte 1 MB = 1000 KB 1 GB = 1000 MB 1 TB (Terabyte) = 1000 GB তাই আমরা যখন 320 GB Hard Disk এর কথা বলি এটি কিন্তু যারা তৈরি করেছে অর্থাৎ manufacturer company এর হিসেব। কিন্তু SOFTWARE এটিকে হিসেব করে, 320*1000*1000*1000/1024/1024/1024 = 298.024 GB ফলে ৩২০জিবি হার্ডডিস্কে আমরা Available Memory দেখি ২৯৮ জিবি। একই ভাবে 500 GB Hard Disk এর মধ্যে ব্যবহার করতে পারি, 500*1000*1000*1000/1024/1024/1024 = 465.661 GB. আশা করি সবাই বুঝতে পেরেছেন এই মেমোরি কিংবা স্পেস কম থাকার কারণ।

হার্ডডিস্ক পার্টিশন করার পদ্ধতি

হার্ডডিস্ক পার্টিশন করার জন্য যে কোন একটি অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ এক্সপি  অথবা উইন্ডোজ সেভেন, এইট ইত্যাদি এর ডিস্ক কম্পিউটারে প্রবেশ করান এবং রিস্টার্ট দিন।


      রিস্টার্ট হয়ে কম্পিউটার ওপেন হওয়ার সময় স্কিনে Press any key to boot from CD.... লেখাটি আসবে। আসা মাত্রই কিবোর্ড থেকে যেকোন একটি বাটনে চাপ দিন। নিচের চিত্রে লক্ষ্য করুন। যদি নিচের চিত্রের মত না এসে তাহলে এই লিঙ্ক থেকে বায়োস সেটাপ করুন।




      উইন্ডোজ এক্সপি ক্ষেত্রেঃ

      কাজটি সঠিকভাবে হলে  নিচের চিত্রের মত স্কিন দেখতে পাবেন। অর্থাৎ উইন্ডোজ এক্সপি সেটাপ শুরু হয়েছে। 


      কিছুক্ষণের মধ্যে প্রয়োজনীয় ফাইল লোড নিয়ে নিচের টাস্ক বারে ENTER= Continue, R= Repair, F3= Quit এই তিনটি কমান্ড দেখাবে। তার অর্থ হলো আপনি যদি সেটাপ রানিং রাখতে চান তাহলে ENTER বাটন চাপুন, উইন্ডোজ রিপিয়ার করতে চান তাহলে R বাটন চাপুন, আর যদি সেটাপ না দিয়ে বাহির হতে চান তাহলে ফাংশনাল কিবোর্ডের F3 বাটন চাপুন। যেহেতু আমরা উইন্ডোজ সেটাপ দিবো তাই Enter বাটন চেপে সেটাপ রানিং রাখবো।


      তারপর F8 (ফাংশনাল কি) চেপে উইন্ডোজের শর্তাবলীতে আপনার সম্মতি (agree)  জানাবেন। মনে রাখবেন উইন্ডোজের শর্তাবলী সম্মতি ছাড়া সেটাপ দিতে দেবে না।


      এবার নিচের চিত্রের আপনি Unpartitioned Space নামে একটি হার্ডডিস্ক দেখতে পাচ্ছেন। মূলত এই হার্ডডিস্কটি পার্টিশন করা নাই। আমরা এখন দেখবো কিভাবে হার্ডডিস্ক পার্টিশন করা হয়। এখানে হার্ডডিস্কে প্রয়োজনমত যে কোন সাইজে পাটিশন করা যাবে। পার্টিশন করার জন্য  C বাটন প্রেস Create partition করুন। 


      এখন পাটিশন সাইজ দিয়ে এন্টার বাটন প্রেস করতে হবে। কোন একটি ড্রাইভকে ৩০ গিগাবাইটে ভাগ করতে চাইলে ৩০০০০ টাইপ করুন। আমরা এখানে ২৪ জিবি তে ভাগ করেছি।


      এখন নিচে দেখুন C: Partition নামে নতুন একটি পার্টিশন তৈরী হবে। আবার Unpartitioned Space কে সিলেক্ট করুন এবং পূর্বের পদ্ধতি অনুসরণ করে আরো পার্টিশন তৈরী করতে করুন। সেটাপ শেষ করার জন্য উইন্ডোজ এক্সপি সেটাপ পদ্ধতি... পোষ্টটি দেখুন।

      উইন্ডোজ সেভেন/ এইট এর ক্ষেত্রেঃ








      হার্ডডিস্ক পরিচর্যায় চেক ও ডিফ্রাগমেন্ট

      হার্ডডিস্ক পরিচর্যার জন্য মাঝে মাঝে হার্ডডিস্ক চেক ও ডিস্ক ডিফ্রাগমেন্ট করতে হয়। এতে আপনার কম্পিউটারের পার্ফমেন্স যেমন বাড়বে তেমন হার্ডডিস্ক ব্যাডসেক্টর বা অন্যান্য সমস্যা থেকে মুক্ত থাকবে। আর হার্ডডিস্ক পাবে দীর্ঘআয়ু।

      হার্ডডিস্ক চেক ও ডিফ্রাগমেন্ট পদ্ধতিঃ

      • যে ড্রাইভটি ডিফ্রাগমেন্ট করতে যান তার উপর রাইট ক্লিক করুন।
      • প্রোপার্টিস এ যান। 

      • উপরের ট্যাব থেকে টুলস ট্যাবে ক্লিক করুন।
      • এখন ডিস্ক চেক করার জন্য Check এ ক্লিক করে Automatically fix file system errors এবং Scan for and attempt recovery of bad sectors সিলেক্ট করে Start করুন।
      • ডিস্ক ডিফ্রাগমেন্ট করার জন্য Optimize  বা Defragment Now (অপারেটিং সিস্টেম অনুযায়ী) অপসনে ক্লিক করে Analyze করুন। তারপর Defragment করুন।


      লুকিয়ে ফেলুন আপনার হার্ডডিস্ক ড্রাইভ!

      নানা প্রয়োজনে কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভ লুকানোর প্রয়োজন হতে পারে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীগণ নিচের নিয়ম অনুসরণ করে সহজেই হার্ডডিস্ক এর পার্টিশন বা ড্রাইভ লুকিয়ে রাখতে পারবেন। বিশেষ করে যাদের কম্পিউটার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন তাদের জন্য পোষ্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।
      • প্রথমে  Run এ গিয়ে  gpedit.msc  লিখে Enter বাটন প্রেস করুন। 



      • তাহলে Group Policy Editor নামে একটি উইন্ডো আসবে।

      • User Configuration এ ডাবল ক্লিক করুন।
      • তারপর Administrative Templates এ ডাবল ক্লিক করুন।
      • তারপর Windows Components এ ডাবল ক্লিক করুন।
      • File Explorer (উইন্ডোজ ৮ এর ক্ষেত্রে), Windows Explorer (উইন্ডোজ এক্সপি ও সেভেন এর ক্ষেত্রে) এ ডাবল ক্লিক করুন।
      •  Hide these specified drives in my Computer এ ডাবল ক্লিক করুন।
      • Not Configured কে Enabled করে নিচে দেখানো চিত্রের মত আপনার ইচ্ছা মত যে কোন একটি ক্যাটাগরিতে হার্ডডিস্ক ড্রাইভ লুকিয়ে ফেনুন। সর্বশেষ Apply ও Ok করুন।

      এখন একই নিয়মে আপনি আবার Disabled করে হার্ড ড্রাইভ বা পার্টিশনকে আবার আগের মত স্বাভাবিক করতে পারেন।






       

      Copyright @ 2013 ফর কম্পিউটার .