উইন্ডোজ ডিস্ক বুট হচ্ছে না! বায়োস সেটাপ করুন

বায়োস (BIOS) হল Basic Input Output System। যা দ্বারা কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয়। বায়োস দ্বারা পিসি বুট আপ করা এবং সিপিইউ কতৃক বিভিন্ন কম্পোনেন্ট একসেস করা হয়। বায়োসে প্রোগ্রামের কোড থাকে যা মৌলিক এবং লো-লেবেলের ফাংশন গুলো সম্পাদন করে থাকে।

বায়োস মাদারবোর্ডের সাথে বিল্ডআপ থাকে। তাই বায়োসে প্রবেশ করা টা মাদারবোর্ডের সাথে সম্পর্কযুক্ত। বায়োসে প্রবেশ করা বা কনফিগারেশনের জন্য বিভিন্ন মাদারবোর্ডে বিভিন্ন কিবোর্ড কি (Key)  ব্যবহার হয়। যেমন গিগাবাইট মাদারবোর্ডের বায়োসে প্রবেশ করতে হলে কম্পিউটার বুট করার সময় DEL (Delete) চাপতে হয়। তেমনি ইন্টেল মাদারবোর্ডের জন্য F2(ফাংশনাল কি) চাপতে হয় এবং এইচপির জন্য F10 (ফাংশনাল কি) চাপতে হয়। কম্পিউটার চালুর শুরুতেই খেয়াল করলে দেখবেন বায়োসে প্রবেশের কি (Key) শো করছে।




কম্পিউটারের পাওয়ার বাটন প্রেস করে অথবা রিস্টার্ট করেই আপনার মাদারবোর্ডের নির্ধারিত বাটনের যে কোন একটি বাটন চাপতে থাকুন ( F2 বা DEL বা অন্যান্য) । যদি উইন্ডোজ ওপেন হয় তাহলে বায়োস ওপেন হবে না। সেক্ষেত্রে মেশিন রিস্টার্ট করে আবার চেষ্টা করুন।

Award BIOS এর ক্ষেত্রে বায়োস সেটাপ করে উইন্ডোজ ডিস্ক বুট করার পদ্ধতিঃ

  • প্রথমে নির্ধারিত বাটন DEL  ( প্রয়োজনে F2 বা অন্যান্য) যে কোন একটি বাটন চেপে বায়োসে প্রবেশ করুন।
  • নিচের চিত্রের দেখানো Advanced BIOS Features এ কিবোর্ড থেকে সিলেক্ট করুন ( বায়োসে মাউস কাজ করবে না তাই কিবোর্ডের তীর চিহ্নিত বেতাম ব্যবহার করুন)। তার পর ইন্টার দিয়ে ভিতরে প্রবেশ করুন।

  • তারপর First Boot Device এ কিবোর্ড দিয়ে সিলেক্ট করুন এবং ইন্টার দিন।
  • First Boot Device এ CD/DVD ROM সিলেক্ট করুন। (মনে রাখবেন, First Boot এ যদি CD/DVD ROM না থাকে তাহলে ডিস্ক থেকে উইন্ডোজ সেটাপ নেবে না। এ ক্ষেত্রে যদি আপনি USB CD/DVD থেকে থেকে উইন্ডোজ সেটাপ করতে চান তাহলে First Boot Device এ USB CD/DVD ROM সিলেক্ট করুন। আর পেনড্রাইভ কে Boot able করে পেনড্রাইভ  থেকে সেটাপ দিতে চাইলে তাহলে  First Boot Device এ USB সিলেক্ট করুন।
  • তারপর F10 (ফাংশনাল কি) বাটন চাপুন। নিচের মত একটি চিত্র পাবেন। তখন Y বাটন চেপে সেভ করুন। প্রয়োজনে ইন্টার বাটন চাপুন।
  • এখন কম্পিউটার রিস্টার্ট হবে। সবকিছু ঠিকঠাক করতে পারলে আপনার উইন্ডোজ ডিস্ক বুট হবে। 

INTEL মাদারবোর্ড এর ক্ষেত্রে বায়োস সেটাপ করে উইন্ডোজ ডিস্ক বুট করার পদ্ধতিঃ

  • প্রথমে নির্ধারিত বাটন F2  ( প্রয়োজনে DEL বা অন্যান্য) যে কোন একটি বাটন চেপে বায়োসে প্রবেশ করুন। 

  • নিচের চিত্রের দেখানো Boot মেনু এ কিবোর্ড থেকে সিলেক্ট করুন ( বায়োসে মাউস কাজ করবে না তাই কিবোর্ডের তীর চিহ্নিত বেতাম ব্যবহার করুন)।

  • First Boot Device এ CD/DVD ROM সিলেক্ট করুন।


  • তারপর F10 (ফাংশনাল কি) বাটন চাপুন।  Yes করে সেভ করুন। 

Asus UEFI এর ক্ষেত্রে বায়োস সেটাপ করে উইন্ডোজ ডিস্ক বুট করার পদ্ধতিঃ

  • প্রথমে নির্ধারিত বাটন DEL  ( প্রয়োজনে F2 বা অন্যান্য) যে কোন একটি বাটন চেপে বায়োসে প্রবেশ করুন।   
  • Boot Menu তে ক্লিক করুন (এ বায়োসটিতে মাউস কাজ করবে) ।

  • আপনার কম্পিউটারের DVD ড্রাইভ সিলেক্ট করুন। দেখবেন আপনার কাজ শেষ হয়ে গেছে।




1 মন্তব্য :

Orc said...

সেটআপ দিতে গিয়ে 12 ঘন্টারো অধিক সময় লাগলো। শেষে দেখা গেলো সেটআপ হয়নি। কি করা যায়

 

Copyright @ 2013 ফর কম্পিউটার .