কম্পিউটারের র‍্যামের পরিমান জানার পদ্ধতি

কম্পিউটারের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো র‍্যাম। মুলত এটিই  আপনার প্রিয় কম্পিউটারটিকে চালনা করে। আপনার কম্পিউটারের গতি কতটুকু হবে সেটাও নির্ভর করে এরই ওপর। তবে অনেকেরই জানা নেই র‍্যামের পরিমান কত। র‍্যাম কতটুকু আছে সেটি চেক করার বিষয়টিও জানা নেই অনেকের। কিভাবে সহজে কম্পিউটারের র‍্যাম চেক করা যায় সেটির দুই উপায় তুলে ধরা হলো ।

পদ্ধতি এক:

  • প্রথমে কম্পিউটারের স্টার্ট আইকন থেকে সার্চ বারে গিয়ে ‘ram’ লিখে সার্চ দিতে হবে। 
  • তারপর সার্চ থেকে “Show how much RAM is on this computer”-এ ক্লিক করতে হবে। 
  • View basic information about your computer উইন্ডো আসেবে সেখান থেকে System থেকে কম্পিউটারের কতটুকু র‍্যাম আছে তা দেখাবে।

পদ্ধতি দুই:

  •  কম্পিউটারের উপর রাইট ক্লিক করুন।
  • Properties  এ ক্লিক করুন।
  • View basic information about your computer উইন্ডো আসেবে সেখান থেকে System থেকে কম্পিউটারের কতটুকু র‍্যাম আছে তা দেখাবে।

সফটওয়্যার ছাড়া কমান্ড প্রম্পট দিয়ে পেনড্রাইভকে বুটাবল করার পদ্ধতি

নোটবুকে উইন্ডোজ ইন্সটল দেয়ার জন্য পেনড্রাইভ এর বিকল্প নেই কেননা নোটবুকে সিডি-ড্রাইভ থাকে না আর এক্সটারনাল সিডি-ড্রাইভ খুব কম মানুষেরই আছে । তাই শেষ ভরসা পেনড্রাইভ, কিন্তু বেশীর ভাগ মানুষই সফটওয়্যার দিয়ে পেনড্রাইভ বুট করে থাকেন। তবে এখানে সফটওয়্যার ছাড়া কমান্ড প্রম্পট দিয়ে পেনড্রাইভকে বুটাবল করার পদ্ধতি দেখানো হবে।

প্রয়োজনঃ

  • একটি পেনড্রাইভ। উইন্ডোজ এক্সপির জন্য ৪ জিবি, উইন্ডোজ সেভেন অথবা এর থেকে আপডেড ভার্সনের জন্য ৮ জিবি । 
  •  উইন্ডোজ এর কপিকৃত ফাইল।

পদ্ধতিঃ

  • পেনড্রাইভ কম্পিউটারের সাথে কানেক্ট করুন।
  • Start বাটন প্রেস করে All Program এবং সেখান থেকে Accessories এক ক্লিক করুন।
  • তারপর Command Prompt এ রাইট ক্লিক করে Run As Administration সিলেক্ট করুন।
  • Command Prompt ওপেন হবে।
  • এবার Diskpart লিখে এন্টার দিন।
  • এখন list disk লিখে এন্টার দিন।
  • ফলে Disk এর তালিকা আসবে। Disk 0 সবসময় আপনার হার্ডডিস্ক। তারপর যতোগুলা রিমুভেবল ডিস্ক কানেক্ট করা থাকবে সিরিয়ালি তার তালিকা দেখাবে Disk 1, Disk 2 করে । ডানপাশে দেখুন ডিস্ক এর সাইজ দেওয়া আছে।
  • এবার লিখুন Select Disk 1 এবং এন্টার দিন।
  • তারপর লিখুন Clean এবং এন্টার দিন।
  • তারপর Create partition primary এবং এন্টার দিন।
  • তারপর select partition 1 এবং এন্টার দিন।
  • তারপর active এবং এন্টার দিন।
  • format fs=ntfs quick এবং এন্টার দিন।
  • assignএবং এন্টার দিন।
  • exitএবং এন্টার দিন তারপর exit (কমান্ড প্রম্পট বন্ধ হবে)
এবার আপনি উইন্ডোজ সেভেন/এক্সপি অথবা আপনি যেটা অপারেটিং সিস্টেম পছন্দ করেন সেটি ডিস্ক থেকে অথবা যদি কম্পিউটারে কপি করা থাকে সবগুলো ফাইল কপি করে পেনড্রাইভ এ পেস্ট করে দিন। ব্যস হয়ে গেল আপনার পেনড্রাইভ বুট। এবার রিস্টার্ট দিন এবং কম্পিউটার বুট এর সময় পেনড্রাইভ দেখিয়ে দিন ।

ভিডিও টিউটোরিয়াল 


রান কমান্ড ব্যবহার করে অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন

কম্পিউটারের C:/ ড্রাইভে অপ্রয়োজনীয় ফাইল থাকলে কাম্পিউটার ওপেন হতে বেশী সময় লাগে। তাছাড়া কম্পিউটার স্লো হওয়ার সম্ভবনা থাকে। তাই সময় পেলেই
অপ্রয়োজনীয় ফাইল সমূহ মুছে ফেলবেন । তাই সময় পেলেই কম্পিউটারের C:/ ড্রাইভে অবস্থিত অপ্রয়োজনীয় ফাইলগুলো নিচের দেখানো উপায়ে ঝটপট মুছে ফেলুন।

রান কমান্ড ব্যবহার করে অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলার উপায়ঃ

  • প্রথমে  windows logo + R  প্রেস করে রান ওপেন করুন বা (Start >Run ক্লিক করুন)। এবার রান এ গিয়ে টাইপ করুন    %temp%  এবং  Enter প্রেস করুন। এখন অনেক গুলো অপ্রয়োজনীয় দেখবেন। এসব ফাইল মুছে ফেলুন কারণ এ সব ফাইল আপনার কম্পিউটার কে  স্লো করে ফেলে । এসব ফাইল মুছে ফেললে আপনার কম্পিউটার দ্রুত গতিতে কাজ করবে ।
  • এবার একই নিয়মে আবার রান ওপেন করুন এবং   prefetch    লিখে Enter দিলে অনেক গুলো অপ্রয়োজনীয় দেখবেন এসব ফাইল ও মুছে ফেলুন কারন এ সব ফাইল আপনার কম্পিউটার কে  স্লো করে ফেলে । এসব ফাইল মুছে ফেললে আপনার কম্পিউটার দ্রুত গতিতে কাজ করবে ।
  • আবার একই নিয়মে আবার রান ওপেন করুন এবং recent  লিখে Enter দিলে অনেক গুলো recent  ফাইল দেখবেন এসব ফাইল ও মুছে ফেলুন।

উইন্ডোজে অদৃশ্য ফোল্ডার তৈরি

উইন্ডোজে কিছু মজার কাজের মধ্যে একটি হল অদৃশ্য ফোল্ডার তৈরি করা। উইন্ডোজ এক্সপি কিংবা ভিসতা অথবা সেভেন বা যে কোন ভার্সন এর জন্য এটি করা সম্ভব । খুবই সহজে কয়েকটি ধাপেই আপনি তৈরি করতে পারবেন অদৃশ্য ফোল্ডার ।

অদৃশ্য ফোল্ডার তৈরি করতে যা যা করতে হবেঃ

১। প্রথমেই একটি নতুন ফোল্ডার তৈরি করুন New Folder বাটন এ ক্লিক করে ।
২। এবার আপনাকে ফোল্ডার টি Rename করে নিতে হবে । ফোল্ডারটি সিলেক্ট করে কিবোর্ড এর F2 বাটন চাপুন ।
৩। Alt বাটন চেপে টাইপ করুন 0160 (এটি টাইপ করার সময় আপনি কিছু দেখতে পাবেন না)। এবার Enter চাপুন , খেয়াল রাখবেন শুধুমাত্র Number Pad ব্যবহার করে নম্বরটি টাইপ করতে হবে ।
৪। ফোল্ডার এর আইকন পরিবর্তন এর জন্য ফোল্ডার টি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে নিচের ক্রমানুসারে কাজ করুন Properties>> Customize >> Change the icon >> Select the blank one >> ok ব্যস হয়ে গেলো ।



উইন্ডোজ এক্সপি ইনস্টল করুন মাত্র ৫ মিনিটে

আমাদের কম্পিউটারে সমস্য সমাধানে উইন্ডোজ ইনস্টল করতে গিয়ে বিরক্তিকর অনেক বেশি সময় অপেক্ষা করা লাগে। কিভাবে অল্প সময় এ উইন্ডোজ এক্সপি ইনস্টল করা যায় তা ধাপে ধাপে দেখানো হল।


উইন্ডোজ এক্সপি সেটাপ করার জন্য উইন্ডোজ এক্সপি এর ডিস্ক কম্পিউটারে প্রবেশ করান এবং রিস্টার্ট দিন।


      রিস্টার্ট হয়ে কম্পিউটার ওপেন হওয়ার সময় স্কিনে Press any key to boot from CD.... লেখাটি আসবে। আসা মাত্রই কিবোর্ড থেকে যেকোন একটি বাটনে চাপ দিন। নিচের চিত্রে লক্ষ্য করুন। যদি নিচের চিত্রের মত না এসে তাহলে এই লিঙ্ক থেকে বায়োস সেটাপ করুন। তার পর প্রথম পদক্ষেপ সমাপ্তির পরে কম্পিউটার পুনরায় চালু হবে এবং দ্বিতীয় ধাপ শুরু হয়ে দেখবেন “সেটআপ হতে প্রায় 39 মিনিট দেখাবে। ঠিক এই সময় আপনাকে একটু বাড়তি কাজ করতে হবে।


      • শিফট এবং F10 ফাংশনাল key চাপুন।
      • CMD অপেন হবে।
      • CMD উইন্ডোতে taskmgr লিখে Enter চাপুন।

      • টাস্ক ম্যানেজার খুলবে।
      • টাস্ক ম্যানেজার থেকে processes ট্যাবে ক্লিক করুন।
      • এখন setup.exe উপর ডান বাটন ক্লিক করুন এবং Set priority থেকে High Select করূন।

      • Taskmgr Close করে দিন।

      কম্পিউটার, পেনড্রাইভ বা মেমোরি কার্ড এর হারানো ফাইল ফেরত

      Recuva নামের একটি ছোট সফটওয়্যার যা কিনা আপনার কম্পিউটার, পেনড্রাইভ বা  মেমোরি কার্ড থেকে হারানো ফাইল ফেরত আনতে সক্ষম। প্রথমে আপনাকে Recuva সফওয়্যারটি (মাত্র 4.22 MB) ডাউনলোড করুন।

      কম্পিউটার, পেনড্রাইভ বা  মেমোরি কার্ড এর হারানো ফাইল ফেরত পদ্ধতি:

      • Recuva ইন্সটল করার পর ডেস্কটপের Recuva আইকনে ক্লিক দিয়ে ওপেন Next করুন।
      • All File সিলেক্ট করে Next করুন।
      • In a specific Location সিলেক্ট করে Browse করে কোন ফাইল, ফোল্ডার, হার্ড ডিস্ক এর কোন ড্রাইভ অথবা পেন্ড্রাইভ কিংবা মেমোরি কার্ড এর ফাইল ফেরত পেতে চান তা সিলেক্ট করুন, তারপর Next করুন (অবশ্যই পেনড্রাইভ কিংবা মেমোরি কার্ড সিলেক্ট করলে USB পোর্টে তা লাগানো থাকতে হবে)।
      • Enable Deep Scan সিলেক্ট করে Next করুন।
      • কিছুক্ষণের মধ্যে Scanning শুরু করবে। অপেক্ষা করুন।
      • Filename টিক দিয়ে Switch to advanced mode এ ক্লিক করুন।
      • যে ড্রাইভের ফোল্ডারটি আছে তা সিলেক্ট করে Scan এ ক্লিক করুন।
      • উইন্ডোতে আপনার হারানো ফাইল গুলি দেখা যাবে। টিক দিন এবং Recover এ ক্লিক করুন।
      • এবার যে উইন্ডো আসবে তাতে আপনি রিকভার ফাইলটি একটি New folder এ সিলেক্ট করে OK করুন। এবার Yes করুন কিছুক্ষনের মধ্যে ফাইল গুলি New folder এ চলে যাবে, কমপ্লিট হলে OK করুন।

      ব্যাস আপনার হারানো ফাইল আপনি ফেরত পেয়ে যাবেন ।

      পেনড্রাইভ অটো-প্লে বন্ধ করার পদ্ধতি

      কম্পিউটারে পেনড্রাইভ সংযুক্ত করা হলে প্রায়সময় অটো-প্লে হয়ে পেনড্রাইভে থাকা ভাইরাস কম্পিউটারে ছড়িয়ে পড়ে। অটো-প্লে বন্ধ করে দিয়ে এ ধরণের ঝুঁকি থেকে নিরাপদ থাকা যায়। পেনড্রাইভের অটো-প্লে বন্ধ করতে নিচের পদ্ধতি প্রয়োগ করুন।

      পেনড্রাইভ অটো-প্লে বন্ধ করার পদ্ধতি:

      • প্রথমে  Run এ গিয়ে  gpedit.msc  লিখে Enter বাটন প্রেস করুন। 

      • তাহলে Group Policy Editor নামে একটি উইন্ডো আসবে।


      • User Configuration এ ডাবল ক্লিক করুন।
      • Windows XP এর ক্ষেত্রে System এ যান। বামপাশে System সিলেক্ট করলে ডান পাশের উইন্ডোতে Turn off Autoplay নামে একটি settings দেখতে পাবেন। Windows 7 এর ক্সেত্রে All Settings এ যান সেখান থেকে Turn off Autoplay নামের settings দেখতে পাবেন।


      ডানপাশে Turn off Autoplay তে ডাবল ক্লিক করে Enable সিলেক্ট করে Turn off Autoplay on অংশে All drives সিলেক্ট করে OK দিন।এখন কম্পিউটার একবার রিস্টার্ট করুন, এরপর থেকে পেনড্রাইভ বা সিডি/ডিভিডির ক্ষেত্রে আর অটো প্লে হবেনা।

      পেনড্রাইভ ওপেন না হলে করণীয়

      ডেটা বহনের জন্য পেনড্রাইভ একটি গুরত্বপূর্ণ ডিভাইস। তবে অনেক সময় ভাইরাসের আক্রমণে বা অন্য কোনো কারণে কম্পিউটারে পেনড্রাইভ ওপেন হয় না। তখন আপনাকে অনেক সমস্যায় পড়তে হয়। স্বাভাবিকভাবে পেনড্রাইভ ওপেন না হলে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে তা ওপেন করা যায়।



      প্রথম করণীয়ঃ

      উইন্ডোজ এক্সপি এর ক্ষেত্রে মাই কম্পিউটার উপর রাইট ক্লিক করে explore এ ক্লিক করে উইন্ডো অপেন করুন। তা হলে উইন্ডোর বাম পাশে সমস্ত ড্রাইভ ও ফোল্ডারগুলো প্রদর্শিত হবে। উইন্ডোজ সেভেন, উইন্ডোজ এইট এর ক্ষেত্রে explore করার দরকার হবে না। এমনিতেই বাম পাশে সমস্ত ড্রাইভ ও ফোল্ডার প্রদর্শিত হবে। তারপর বাম পাশ থেকে পেনড্রাইভে ক্লিক করতে হবে। এতে পেনড্রাইভ ওপেন হবে। 

      দ্বিতীয় করণীয়ঃ

      মাই কম্পিউটার ওপেন করে অ্যাড্রেসবারে ক্লিক করে পেনড্রাইভ সিলেক্ট করতে হবে। তাহলে পেনড্রাইভ ওপেন হয়ে যাবে।

      তৃতীয় করণীয়ঃ

      মাই কম্পিউটারে রাইট ক্লিক করে Manage এক’বার ক্লিক করতে হবে। তারপর Store সেকশনে থাকা Disk management এ ক্লিক করলে ডান পাশে পেনড্রাইভসহ সব ড্রাইভের লিস্ট আসবে। যেখান থেকে পেনড্রাইভের ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে explore অথবা open-এ ক্লিক করতে হবে। তাহলে পেনড্রাইভ ওপেন হবে।

      এসব পদ্ধতিতেও যদি পেনড্রাইভ ওপেন না হয় তাহলে বুঝতে হবে এতে বড় ধরণের সমস্যা হয়েছে। তখন এ বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে।

       

      Copyright @ 2013 ফর কম্পিউটার .