গুগল ক্রোমের বাংলা ফন্ট সমস্যা দূর করার পদ্ধতি



যদি আপনার গুগল ক্রোম ব্রাউজারে বাংলা ফন্ট সমস্যা সমাধান পদ্ধতি:

  • গুগল ক্রোম এর উপরে ডান পাশে একটা বাটন দেখতে পাবেন তিনটা সমান্তরাল রেখা, এই বাটনে ক্লিক করুন।
  • তারপর Settings এ যান।
  • একটু নিচে দেখবেন Show advanced settings, এখানে ক্লিক করুন।
  • একটু নিচে Web content অপসন দেখতে পাবেন, এইখান থেকে Customize Fonts এ ক্লিক করুন।
  • তারপর সেটিংস্‌ করুন -
    Standard Font: Courier
    New Serif: Siyam Rupali
    Sans-Serif: Siyam Rupali
    Fixed-width Font: Times New Roman
    শেষে Done করুন। 

এই পর্যন্ত সেটিংস্‌ করার পর দেখবেন কিছু কিছু সাইট ঠিকভাবে দেখা গেলেও সব সাইট দেখা যাচ্ছে না। তাহলে উপায়? আর অল্প একটু কাজ বাকি। তা হলো, ব্রাউজার এর অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে chrome://flags তারপর enter। এই অবস্থায় ব্রাউজার আপনাকে flags পেজে নিয়ে যাবে। এখন একটু নিচে খেয়াল করলে দেখবেন Disable DirectWrite Windows নামেে একটি অপসন আছে। এইটাকে enable করে দিতে হবে, তাহলেই সব সমস্যা শেষ।  ব্রাউজার restart করুন দেখবেন ঠিক হয়ে গেছে। 

উইন্ডোজে ফন্ট ইনস্টল পদ্ধতি

আমরা সাধারণত বাংলা এবং ইংরেজী এই দু ধরনের ফন্ট বেশ ব্যবহার করে থাকি। আর কম্পিউটারে যদি সেই ফন্ট ইনস্টল করা না থাকে তাহলে তো এক ধরনের সমস্যায় পড়ে যেতে হয়। ইংরেজীতে সমস্যা কম হলেও বাংলাতে সমস্যাটি সব চেয়ে বেশী। কিভাবে ফন্ট ইনস্টল করতে হবে তা নিয়ে অনেকে বেকায়দায় পড়েন। যাদের টাইপ করার প্রয়োজন পরে তাদের ফন্ট ইনস্টলের প্রয়োজনীয়তা একেবারেই নিত্যনৈমত্তিক। 

উইন্ডোজে ফন্ট ইনস্টল পদ্ধতি:

  • প্রথমে Start-এ গিয়ে Control প্যানেল ওপেন করুন।
  • Font আইটেমটিতে ডবল কিক করে তা ওপেন করুন।
    উইন্ডোজ এক্সপি ক্ষেত্রে Font আইটেমটি খুজে না পেলে ক্যাটাগরি মুডে থেকে Switch to Classic করে নিন।
    উইন্ডোজ  সেভেন অথবা এইট এর ক্ষেত্রে Font আইটেমটি খুজে না পেলে View by থেকে Small Icon করে নিন।
  • Font আইটেমটি বা ফোল্ডারটি অপেন হলে সেখানে আপনার প্রয়োজনীয় ফন্টগুলো কপি করে এনে পেস্ট করুন।


নোট Font আইটেমটি বা ফোল্ডারটি খুজে না পেলে C ড্রাইফ প্রবেশ করুন। তারপর WINDOWS ফোল্ডারে প্রবেশ করে তার পর Fonts ফোল্ডারটি খুজে বের করতে পারেন।



মজিলা ফায়ারফক্সে বাংলা ফন্ট সমস্যা ও সমাধান

মজিলা ফায়ারফক্সে বাংলা লেখা উল্টা পাল্টা আসার কারণ থেকে পরিত্রান পেতে নিচের সহজ ধাপ গুলো অনুসরণ করুন। মুলত অভ্র ইন্সটল করার পরে এই সমস্যা টা বেশী হয়।
  •  প্রথমে address bar এ '    about:config   ' লিখে Enter চাপলে নিচের মেসেজ উইন্ডোটি আসবে।

  • I'll be careful, I promise! এ ক্লিক করে এগিয়ে যান।
  • এরপর উপরে search বক্সে '  beng ' করুন। লক্ষ্য করে দেখুন নিচের মত একটি লিস্ট পাবেন।





  • এখন এই লিস্ট থেকে 'font.name-list.monospace.x-beng' এর উপরে রাইট ক্লিক করে Modify তে ক্লিক করুন। এবার একটি পপ-আপ উইন্ডো আসবে এবং সেখানকার বক্সে আপনার পছন্দের ফন্টটির নাম লিখুন (Siyam Rupali, Solaiman Lipi, Kalpurush, SutonnyMJ etc.)  (অবশ্যই সঠিক স্পেলিং এ লিখতে হবে)।
 বিশেষ দ্রষ্টব্য : অবশ্যই আগে ফন্টটি আপনার কম্পিউটারে ইন্সটল করা থাকতে হবে। 

  •  একইভাবে  'font.name-list.monospace.x-beng' এর মত নিচের সবগুলোই  Modify করুন।
font.name-list.sans-serif.x-beng,
font.name-list.serif.x-beng,
font.name.monospace.x-beng,
font.name.sans-serif.x-beng,
font.name.serif.x-beng;
  • এইবার মজিলা ফায়ারফক্স রিস্টার্ট করুন। বাংলা ফন্ট এলোমেলো হওয়ার সমস্যার সমাধান হয়েছে।
এর পরও সমস্যা সমধান না হলে  Font fixer tool টি ব্যবহার করে দেখতে পারেন।




উন্নতমানের সার্টিফিকেট ফন্ট ডাউনলোড করুন


সময়ে অসময়ে বা কারণে অকারণে যে কারো সার্টিফিকেট ফন্ট লাগে। আমি নিজেও এই সমস্যায় পড়েছিলাম। তাই উন্নতমানের ৮টি সার্টিফিকেট ফন্ট ডাউনলোড করে রাখুন।

সার্টিফিকেট ফন্ট ডাউনলোড করুন

ফন্ট ইনস্টল করার নিয়মঃ

যে ফন্টটি ইনস্টল করবেন তা কপি করুন। তারপর C ড্রাইভে গিয়ে Windows নামের ফোল্ডারে প্রবেশ করুন। সেখানে Font নামের ফোল্ডার পাবেন। Font  ফোল্ডারে কপি করা ফন্টটি past করুন।


 ডাউনলোড করতে পাচ্ছেন না? ক্লিক করুন...

 

Copyright @ 2013 ফর কম্পিউটার .