উইন্ডোজে ফন্ট ইনস্টল পদ্ধতি

আমরা সাধারণত বাংলা এবং ইংরেজী এই দু ধরনের ফন্ট বেশ ব্যবহার করে থাকি। আর কম্পিউটারে যদি সেই ফন্ট ইনস্টল করা না থাকে তাহলে তো এক ধরনের সমস্যায় পড়ে যেতে হয়। ইংরেজীতে সমস্যা কম হলেও বাংলাতে সমস্যাটি সব চেয়ে বেশী। কিভাবে ফন্ট ইনস্টল করতে হবে তা নিয়ে অনেকে বেকায়দায় পড়েন। যাদের টাইপ করার প্রয়োজন পরে তাদের ফন্ট ইনস্টলের প্রয়োজনীয়তা একেবারেই নিত্যনৈমত্তিক। 

উইন্ডোজে ফন্ট ইনস্টল পদ্ধতি:

  • প্রথমে Start-এ গিয়ে Control প্যানেল ওপেন করুন।
  • Font আইটেমটিতে ডবল কিক করে তা ওপেন করুন।
    উইন্ডোজ এক্সপি ক্ষেত্রে Font আইটেমটি খুজে না পেলে ক্যাটাগরি মুডে থেকে Switch to Classic করে নিন।
    উইন্ডোজ  সেভেন অথবা এইট এর ক্ষেত্রে Font আইটেমটি খুজে না পেলে View by থেকে Small Icon করে নিন।
  • Font আইটেমটি বা ফোল্ডারটি অপেন হলে সেখানে আপনার প্রয়োজনীয় ফন্টগুলো কপি করে এনে পেস্ট করুন।


নোট Font আইটেমটি বা ফোল্ডারটি খুজে না পেলে C ড্রাইফ প্রবেশ করুন। তারপর WINDOWS ফোল্ডারে প্রবেশ করে তার পর Fonts ফোল্ডারটি খুজে বের করতে পারেন।



 

Copyright @ 2013 ফর কম্পিউটার .