সফটওয়্যার ছাড়া কমান্ড প্রম্পট দিয়ে পেনড্রাইভকে বুটাবল করার পদ্ধতি

নোটবুকে উইন্ডোজ ইন্সটল দেয়ার জন্য পেনড্রাইভ এর বিকল্প নেই কেননা নোটবুকে সিডি-ড্রাইভ থাকে না আর এক্সটারনাল সিডি-ড্রাইভ খুব কম মানুষেরই আছে । তাই শেষ ভরসা পেনড্রাইভ, কিন্তু বেশীর ভাগ মানুষই সফটওয়্যার দিয়ে পেনড্রাইভ বুট করে থাকেন। তবে এখানে সফটওয়্যার ছাড়া কমান্ড প্রম্পট দিয়ে পেনড্রাইভকে বুটাবল করার পদ্ধতি দেখানো হবে।

প্রয়োজনঃ

  • একটি পেনড্রাইভ। উইন্ডোজ এক্সপির জন্য ৪ জিবি, উইন্ডোজ সেভেন অথবা এর থেকে আপডেড ভার্সনের জন্য ৮ জিবি । 
  •  উইন্ডোজ এর কপিকৃত ফাইল।

পদ্ধতিঃ

  • পেনড্রাইভ কম্পিউটারের সাথে কানেক্ট করুন।
  • Start বাটন প্রেস করে All Program এবং সেখান থেকে Accessories এক ক্লিক করুন।
  • তারপর Command Prompt এ রাইট ক্লিক করে Run As Administration সিলেক্ট করুন।
  • Command Prompt ওপেন হবে।
  • এবার Diskpart লিখে এন্টার দিন।
  • এখন list disk লিখে এন্টার দিন।
  • ফলে Disk এর তালিকা আসবে। Disk 0 সবসময় আপনার হার্ডডিস্ক। তারপর যতোগুলা রিমুভেবল ডিস্ক কানেক্ট করা থাকবে সিরিয়ালি তার তালিকা দেখাবে Disk 1, Disk 2 করে । ডানপাশে দেখুন ডিস্ক এর সাইজ দেওয়া আছে।
  • এবার লিখুন Select Disk 1 এবং এন্টার দিন।
  • তারপর লিখুন Clean এবং এন্টার দিন।
  • তারপর Create partition primary এবং এন্টার দিন।
  • তারপর select partition 1 এবং এন্টার দিন।
  • তারপর active এবং এন্টার দিন।
  • format fs=ntfs quick এবং এন্টার দিন।
  • assignএবং এন্টার দিন।
  • exitএবং এন্টার দিন তারপর exit (কমান্ড প্রম্পট বন্ধ হবে)
এবার আপনি উইন্ডোজ সেভেন/এক্সপি অথবা আপনি যেটা অপারেটিং সিস্টেম পছন্দ করেন সেটি ডিস্ক থেকে অথবা যদি কম্পিউটারে কপি করা থাকে সবগুলো ফাইল কপি করে পেনড্রাইভ এ পেস্ট করে দিন। ব্যস হয়ে গেল আপনার পেনড্রাইভ বুট। এবার রিস্টার্ট দিন এবং কম্পিউটার বুট এর সময় পেনড্রাইভ দেখিয়ে দিন ।

ভিডিও টিউটোরিয়াল 


 

Copyright @ 2013 ফর কম্পিউটার .