প্রিন্টারে কালি রিফিল পদ্ধতি

অনেকেই প্রিন্টারে কালি রিফিল নিয়ে সমস্যায় ভোগেন। তাই আজকে প্রিন্টার এর কালি রিফিল সমস্যা এবং সমাধান নিয়ে হাজির হয়েছি। আশা করি অনেকের কাজে লাগতে পারে।
 

প্রিন্টারে কালি রিফিল পদ্ধতিঃ

  • প্রথমেই আপনাকে প্রিন্টারে কালি রিফিলের জন্য Black, Magenta, Yellow & Cyan এই চারটি কালি বাজার থেকে কিনে আনতে হবে। আপনি যদি বুঝতে পারে যে, সব কালার শেষ হয় নি তাহলে শুধু আপনার প্রয়োজনীয় কালার কিনলেই চলবে।

  • তারপর আপনি আপনার প্রিন্টারের ভিতর থেকে অতি সাবধানে Black Cartridge ও Color Cartridge দুটিই  বাহির করুন।

  • নিচের চিত্রে কাটিজ দুটি ভালো ভাবে লক্ষ্য করুন। কাটিজ দুটির উপর  স্টিকার লাগানো আছে। শুধুমাত্র  কালার কাটিজটি থেকে স্টিকারটি তুলে ফেলুন।
  • নিচের চিত্রে দেখানো স্থানে সুচ দিয়ে ফুটা করুন। স্টিকার তুললেই আপনি বুঝতে পারবেন কোথায় কোথায় ফুটো করতে হবে। কালার কাটিজে মোট তিনটি কালার কালি রিফিল করতে হবে। তাই নির্দিষ্ট স্থানে তিনটি ফুটো করুন।

  •  আর ব্ল্যাক কাটিজ টির যে কোন স্থানে ফুটো করলেই চলবে।
  • এখন একটি সিরিঞ্জে পরিমান মত কালি নিন। তারপর কালার সনাক্ত করে নির্দিষ্ট কালার নির্দিষ্ট স্থানে প্রবেশ করান। মনে রাখবেন কালার উল্টো পাল্টা হলে কিন্তু প্রিন্টার প্রিন্ট করার সময় উল্টো পাল্টা কালি করবে।
  •  সবশেষে আবার কাটিজ দুটি প্রিন্টারে প্রবেশ করান।
নোটঃ কালি রিফিল করার পর কিছুক্ষণ অপেক্ষা করে প্রিন্ট করুন।






0 মন্তব্য :

 

Copyright @ 2013 ফর কম্পিউটার .