উইন্ডোজ ৮ এ ফাইল ডিলেট নোটিফিকেশন চালু করুন

মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরিকৃত অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ হচ্ছে একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম। উইন্ডোজ ৮ ব্যবহারকারীগণ অবশ্যই লক্ষ্য করেছেন যে, আপনার পিসি থেকে যে কোনো ধরনের ফাইল বা ফোল্ডার ডিলেট/মুছে ফেলার সময়ে  কোন নোটিফিকেশন বা এলার্ট ম্যাসেজ ছাড়ায় সেই ফাইলটি মুছে যায়।

 উইন্ডোজ ৮ এ ফাইল ডিলেট নোটিফিকেশন চালু করার পদ্ধতিঃ

  • ডেস্কটপে অবস্থিত Recycle Bin রাইট ক্লিক করুন।
  • তারপর Properties এ ক্লিক করুন।
  • Display delete confirmation dialog এ টিক চিহ্ন দিন।

  • সবশেষে Apply ও OK করুন।

এখন কোন ফাইল বা ফোল্ডার ডিলেট করলে আপনার স্কিনে পূর্ববর্তী উইন্ডোজ ভার্সনের মত অর্থাৎ (উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সেভেন) এর মত ফাইল ডিলেট নোটিফিকেশন উইন্ডোজ আসবে।
 

পরীক্ষা করার জন্য অপ্রয়োজনীয় কোন ফাইল ডিলেট করে দেখতে পারেন।


0 মন্তব্য :

 

Copyright @ 2013 ফর কম্পিউটার .