বায়োস পাসওয়ার্ড ভাঙ্গার উপায়

কম্পিউটার বা ল্যাপটপের বায়োস পাসওয়ার্ড ভুলে গেলে  বায়োসে প্রবেশ করা সম্ভব হয় না। বায়োসে প্রবেশ না করতে পারলে বায়োসের কোন পরিবর্তন প্রয়োজন হলে তা করা যাবে না। আমরা দুইটি কার্যকারী উপায়ে বায়োস পাসওয়ার্ড রিমোভ বা ভেঙ্গে ফেলতে পারি।

প্রথম পদ্ধতি: 

স্বাভাবিক নিয়মে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপেরর ইলেক্ট্রিক প্লাগ বা ব্যাটারী খুলে ফেলুন। তারপর স্বযত্নে কম্পিউটার বা ল্যাবটপের কেসিং খুলে ফেলুন। ভিতরে খুব ভাল ভাবে খেয়াল করলে দেখতে পাবেন যে মাদার বোর্ডের মধ্যে একটা পাতলা সিলভার কালারের Cmos ব্যাটারি আছে। সেখান থেকে ব্যাটারিটি খুলে নিন এবং ৫-১০ মিনিট পর আবার ব্যাটারিটি আগের স্থানে স্থাপন করুন।

দ্বিতীয় পদ্ধতি: 

স্বযত্নে কম্পিউটার বা ল্যাবটপের কেসিং খুলে ফেলুন। নিচের চিত্রে দেখানো জাম্পারটি খুজে বের করুন। পাসওয়ার্ড রিমোভ করার জন্য আপনি মাদারবোর্ডের টু-পিন জাম্পারটি খুলে ফেলুন। ব্যাস আপনার কাজ শেষ।


সাবধানতা: কম্পিউপার খোলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনার  কম্পিউার খোলার অভিজ্ঞতা না থাকে তবে অভিজ্ঞ একজনকে সঙ্গে নিন।




0 মন্তব্য :

 

Copyright @ 2013 ফর কম্পিউটার .