অপ্রয়োজনীয় ফাইল সমূহ মুছে ফেলবেন । তাই সময় পেলেই কম্পিউটারের C:/ ড্রাইভে অবস্থিত অপ্রয়োজনীয় ফাইলগুলো নিচের দেখানো উপায়ে ঝটপট মুছে ফেলুন।
রান কমান্ড ব্যবহার করে অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলার উপায়ঃ
- প্রথমে windows logo + R প্রেস করে রান ওপেন করুন বা (Start >Run ক্লিক করুন)। এবার রান এ গিয়ে টাইপ করুন %temp% এবং Enter প্রেস করুন। এখন অনেক গুলো অপ্রয়োজনীয় দেখবেন। এসব ফাইল মুছে ফেলুন কারণ এ সব ফাইল আপনার কম্পিউটার কে স্লো করে ফেলে । এসব ফাইল মুছে ফেললে আপনার কম্পিউটার দ্রুত গতিতে কাজ করবে ।
- এবার একই নিয়মে আবার রান ওপেন করুন এবং prefetch লিখে Enter দিলে অনেক গুলো অপ্রয়োজনীয় দেখবেন এসব ফাইল ও মুছে ফেলুন কারন এ সব ফাইল আপনার কম্পিউটার কে স্লো করে ফেলে । এসব ফাইল মুছে ফেললে আপনার কম্পিউটার দ্রুত গতিতে কাজ করবে ।
- আবার একই নিয়মে আবার রান ওপেন করুন এবং recent লিখে Enter দিলে অনেক গুলো recent ফাইল দেখবেন এসব ফাইল ও মুছে ফেলুন।