পেনড্রাইভ অটো-প্লে বন্ধ করার পদ্ধতি

কম্পিউটারে পেনড্রাইভ সংযুক্ত করা হলে প্রায়সময় অটো-প্লে হয়ে পেনড্রাইভে থাকা ভাইরাস কম্পিউটারে ছড়িয়ে পড়ে। অটো-প্লে বন্ধ করে দিয়ে এ ধরণের ঝুঁকি থেকে নিরাপদ থাকা যায়। পেনড্রাইভের অটো-প্লে বন্ধ করতে নিচের পদ্ধতি প্রয়োগ করুন।

পেনড্রাইভ অটো-প্লে বন্ধ করার পদ্ধতি:

  • প্রথমে  Run এ গিয়ে  gpedit.msc  লিখে Enter বাটন প্রেস করুন। 

  • তাহলে Group Policy Editor নামে একটি উইন্ডো আসবে।


  • User Configuration এ ডাবল ক্লিক করুন।
  • Windows XP এর ক্ষেত্রে System এ যান। বামপাশে System সিলেক্ট করলে ডান পাশের উইন্ডোতে Turn off Autoplay নামে একটি settings দেখতে পাবেন। Windows 7 এর ক্সেত্রে All Settings এ যান সেখান থেকে Turn off Autoplay নামের settings দেখতে পাবেন।


ডানপাশে Turn off Autoplay তে ডাবল ক্লিক করে Enable সিলেক্ট করে Turn off Autoplay on অংশে All drives সিলেক্ট করে OK দিন।এখন কম্পিউটার একবার রিস্টার্ট করুন, এরপর থেকে পেনড্রাইভ বা সিডি/ডিভিডির ক্ষেত্রে আর অটো প্লে হবেনা।

 

Copyright @ 2013 ফর কম্পিউটার .