ক্রোম ব্রাউজার দিয়ে এক ক্লিকেই ফেইসবুকের সব গ্রুপ বিদায়

যদি এমনটা মনে হয় যে, প্রয়োজন হতে পারে ভেবে কখনও হয়ত কোন গ্রুপের সদস্য হয়েছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে অহেতুক ভুরি ভুরি পোস্টের নোটিফিকেশন ঝামেলা তৈরি করছে। এমন পরিস্থিতিতে আপনি চাইলে সবগুলো গ্রুপ থেকে বিদায় নিতে পারবেন। তবে একে একে প্রতিটি গ্রুপে গিয়ে ‘লিভ মি’ বাটনে ক্লিক করাটা বেশ সময় সাপেক্ষ কাজ। অথচ একটি কৌশল জানা থাকলে অনায়াসে কয়েক ক্লিকে ফেইসবুকের সব গ্রুপ থেকে বিদায় নেওয়া যায়।

ক্রোম ব্রাউজার দিয়ে এক ক্লিকেই ফেইসবুকের সব গ্রুপ বিদায় উপায়ঃ

  • প্রথমেই আপনাকে গুগল ক্রোম ব্রাউজার অপেন করুন।
  • এ অ্যাডঅনটি লিঙ্ক থেকে Add to Chrome ক্লিক করে ব্রাউজারে Add করুন।
  • এরপর ফেইসবুকে লগইন করে ব্রাউজারের উপর দিকে ডান কোনায় ওই ইন্সটল দেওয়া অ্যাড অন আইকনটিতে ক্লিক করতে হবে। এরপর উপরের ‘ Leave All Groups Except The One Iam Admin In’ এ অপশনটিতে ক্লিক করে  ‘I AGREE, Leave Me From All Groups’ অপশনে ক্লিক করতে হবে।

তাহলে সব গ্রুপকে টা টা বলতে পারবেন। আর অহেতুক নোটিফিকেশনের ঝামেলা পোহাতে হবে না।

 

Copyright @ 2013 ফর কম্পিউটার .