মজিলা ফায়ারফক্স এর কীবোর্ড শর্টকাট

মজিলা ফায়ারফক্স বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় একটি ব্রাউজার।  মজিলা ফায়ারফক্স এ ওয়েবপেজ ব্রাউজ করার সময় শর্টকাট কী ব্যবহার করলে আপনার সময় আরো কমে যাবে।

পেজ সংক্রান্ত শর্টকাটঃ


Spacebar — স্কিনে প্রদর্শিত অংশটুকুর বাকি অংশ দেখার জন্য Spacebar ব্যবহার করুন। এতে ওয়েব পেজের বাকি অংশ ধারাবাহিক ভাবে প্রদর্শিত হবে।
Shift – Spacebar— স্কিনে প্রদর্শিত অংশটুকুর উপরের অংশ দেখার জন্য Shift+Spacebar ব্যবহার করুন। এতে পেজের উপরের অংশ ধারাবাহিক ভাবে প্রদর্শিত হবে।
Down Arrow – পেজের নিচের দিকে যাওয়ার জন্য।
Page Down —একই সঙ্গে এক স্কিন পরিমাণ পেজ নিচে যাওয়ার জন্য।
Up Arrow – পেজের উপরের দিকে যাওয়ার জন্য।
Page Up — একই সঙ্গে এক স্কিন পরিমাণ পেজ উপরের যাওয়ার জন্য।
End – পেজের সর্বশেষ অংশে যাওয়ার জন্য।
Home – পেজের সর্বপ্রথম অংশে যাওয়ার জন্য।

Pages, Tabs ও Bookmarks শর্টকাটঃ

F5               — বর্তমান পেজটি রিলোড করার জন্য।
Alt + Home —ব্রাউজারের সকল ট্যাব ক্লোজ করে হোম ট্যাব নিয়ে আসার জন্য।
Ctrl + L       — এড্রেস বারে যাওয়ার জন্য।
Ctrl + K      — সার্চ বক্সে এ যাওয়ার জন্য।
Ctrl + =       — পেজের টেক্স সাইজ বড় বা zoom করার জন্য।
Ctrl + –        — পেজের টেক্স সাইজ ছোট বা zoom out করার জন্য।
Ctrl + P       —ওয়েবপেজ প্রিন্ট করার জন্য।
Ctrl + H       — ব্রাউজিং ইতিহাসগুলো পেজের বাম সাইডে দেখার জন্য।
Ctrl + T       — নতুন ট্যাব খোলার জন্য।
Ctrl + W     — বর্তমান ট্যাব বন্ধ করার জন্য।
Ctrl + Tab   — এক ট্যাব থেকে আরেক ট্যবে যাওয়ার জন্য।
Ctrl + 1-9    — যেকোন একটি নম্বর ব্যবহার করে আপনি সেই ট্যাবে যেতে পারেন।
Ctrl + B      — বুকমার্ক কলাম পেজের বাম সাইডে দেখার জন্য।
Ctrl + I       — বুকমার্ক কলামটি বন্ধ করার জন্য।
Ctrl + D     – বর্তমান পেজটি বুকমার্ক করার জন্য।

Mouse শর্টকাটঃ

Shift – scroll down – আগের পেজে ব্যাক করার জন্য।
Shift – scroll up – পরবর্তঅ পেজে ব্যাক করার জন্য।
Ctrl – scroll up — পেজের টেক্স সাইজ বড় বা zoom করার জন্য।
Ctrl – scroll down — পেজের টেক্স সাইজ ছোট বা zoom out করার জন্য।
Middle click on link —কোন লিঙ্ক নতুন ট্যাবে খোলার জন্য।
Middle click on a tab — ট্যাব বন্ধ করার জন্য।
Middle click- পেজের উপরে নিচে যাওয়ার জন্য।


 

Copyright @ 2013 ফর কম্পিউটার .