মজিলা ফায়ারফক্স এর সেভ পাসওয়ার্ড দেখুন খুব সহজে!

আমরা ইন্টারনেট ব্যবহার করার সময় বিভিন্ন সাইটে সাইন ইন করি। সেক্ষেত্রে পাসওয়ার্ড টাইপ করতে হয়। তাই অনেকেই পাসওয়ার্ড সেভ করে থাকেন। আর এই সেভ করা পাসওয়ার্ডগুলো একটি নিদিষ্ট স্থানে জমা হয়।

 মজিলা ফায়ারফক্স এ সেভ পাসওয়ার্ড দেখার উপায়ঃ

  • মজিলা ফায়ারফক্স অপেন করুন।
  • মেনুবার থেকে Tool এ ক্লিক করুন।
  • তারপর Options নির্বাচন করুন।






 
  • তারপর Security ট্যাব সিলেক্ট করুন। 

চিত্র ১
















চিত্র ১ এর তীর চিহ্নিত Saved Passwords এ ক্লিক করুন।

চিত্র ২


















তার পর  চিত্র ২ এর মত আরো একটি উইন্ডোস আসবে। সেখানে দেখানো স্থানে ক্লিক করুন। এখন দেখুন আপনার ব্রাউজার মজিলা ফায়ারফক্স এর সেভ করা পাসওয়ার্ডগুলো প্রদর্শিত হচ্ছে।





0 মন্তব্য :

 

Copyright @ 2013 ফর কম্পিউটার .