সফটওয়্যার ছাড়াই ডেস্কটপ স্কিনশর্ট

কম্পিউটার ব্যবহার করতে গিয়ে কখনো কখনো  ডেস্কটপ এর স্কিনশর্ট নেয়ার প্রয়োজন কে না অনুভব করে। চলুন দেখে নেয়া যাক  কিভাবে সফটওয়ার ছাড়া ডেস্কটপের স্কিনশর্ট নেয়া যায়।
  • যে স্থানের স্কিন শট নিতে চান সেটি যেন ডেস্কপটে দৃশ্যমান থাকে ।
  • এখন আপনার কি-বোর্ড এর (সাধারণত উপরের দিকে) “ Print Screen Sys Rq অথবা prt scr sysrq অথবা prt sc” নামের কিবোর্ড বাটনে ক্লিক করুন ।
  • কম্পিউটার থেকে Paint প্রোগ্রামটি চালু করুন। (Start> Program> Accessories>Paint)
  • ফাকা পেজে “ Ctrl + V ”  শর্টকাট ব্যবহার করুন।
  • এখন শুধুমাত্র আপনার কাঙ্খিত ছবিটি সেভ করুন । 
নোটঃ এখানে শুধুমাত্র  Paint প্রোগ্রামটির কথা বলা হয়েছে। আপনারা ইচ্ছা করলে Paint এর স্থালে Photoshop, MS Word ইত্যাদি প্রোগ্রাম ব্যবহার করতে পারেন।

উইন্ডোজ ৭ ও ৮ এর ক্ষেত্রে উল্লেখিত উপায় ছাড়াও আরো একটি পদ্ধতি...

Snipping Tools নামের একটি প্রোগ্রাম ডিফল্টলি দেওয়াই আছে (Start> Program> Accessories> Snipping Tools)।  নিচের চিত্রে দেখুন-





চিত্রের দেখানো চারটি মুডের যেকোন একটি মুড ব্যবহার করে শুধু ড্রাগ করে প্রয়োজনীয় অংশটুকু পিকচার হিসাবে নিতে পারি।
  • Free-form Snip হচ্ছে মাউস দিয়ে যে জায়গাটুকু সিলেক্ট করবেন শুধু সেই অংশটুকু স্কিনশর্ট নেয়ার জন্য।
  • Rectangular Snip  দিয়ে নির্দিষ্ট হারে চতুরদিক সিলেক্ট করে স্কিনশর্ট নেয়ার জন্য।
  • Window Snip দিয়ে এক একটা আলাদা উইন্ডোজ সিলেক্ট করে স্কিনশর্ট নেয়ার জন্য।
  • Full-screen Snip  দিয়ে পুরো স্কিনের স্কিনশর্ট নেয়া যাবে।
ধন্যবাদ...





0 মন্তব্য :

 

Copyright @ 2013 ফর কম্পিউটার .