গুগল ব্লগের প্রতিটি পোষ্টের সাথে ফেসবুক লাইক যুক্ত করুন!

আমরা যারা গুগল ব্লগ ব্যবহার করছি তাদের জন্য পোষ্টটি খুবই গুরুত্বপূর্ণ।  পোষ্ট এর সাথে ফেসবুক লাইক যুক্ত করে খুব সহজেই আমরা আমাদের সাইটটিকে জনপ্রিয় করে তুলতে পারি।  তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আমরা তা করবো।

  • প্রথমে Blogger dashboard যান।
  • তারপর Template, সেখান থেকে Edit HTML
  • Edit HTML বক্সের যেকোন এক স্থানে মাউস পয়েন্টার রেখে CTRL + F শর্টকাট ব্যবহার করুন। তার পর Find Box এ নিচের কোডটুকু কপি করে পেস্ট করুন। এবং এন্টার চাপুন।

<data:post.body/>


প্রথমে লক্ষ্য করুন যে বিষয় দিয়ে সার্চ করছেন তা কিন্তু একাধিক থাকতে পারে। এন্টার চাপ দেয়ার মাধ্যমে একটা একটা করে নিচে দিকে যতটা সার্চ মিলে গেছে তা দেখাতে থাকবে। তাই উপরের দিক থেকে দ্বিতীয় মিলে যাওয়া অংশটির নিচে অর্থাৎ <data:post.body/> লাইনের ঠিক শেষে মাউস পয়েন্টার রেখে এন্টার চাপ দিন তার পর নিচের তিনটি স্টাইলের যে কোন একটি নির্বাচন করে পেস্ট করুন। এবং সেভ করুন।

কপি করুন, যদি আপনি তা Horizontal style দেখতে চান:

<br/><br/><iframe allowTransparency='true' expr:src='&quot;http://www.facebook.com/plugins/like.php?href=&quot; + data:post.canonicalUrl + &quot;&amp;layout=button_count&amp;show_faces=false&amp;width=100&amp;action=like&amp;font=arial&amp;colorscheme=light&quot;' frameborder='0' scrolling='no' style='border:none; overflow:hidden; width:100px; height:21px;'/>
অথবা কপি করুন, যদি আপনি তা Vertical style দেখতে চান:
<br/><br/><iframe allowTransparency='true' expr:src='&quot;http://www.facebook.com/plugins/like.php?href=&quot; + data:post.canonicalUrl + &quot;&amp;layout=box_count&amp;show_faces=false&amp;width=100&amp;action=like&amp;font=arial&amp;colorscheme=light&quot;' frameborder='0' scrolling='no' style='border:none; overflow:hidden; width:55px; height:62px;'/>

অথবা কপি করুন, যদি আপনি তা Standard style দেখতে চান। তবে বলে রাখা ভালো যে এই স্টাইলে লাইক কতগুলো হয়েছে তা বোঝা যাবে না। তবে লাইক করার পর কমেন্ট অপসন আসবে।


<br/><br/><iframe allowTransparency='true' expr:src='&quot;http://www.facebook.com/plugins/like.php?href=&quot; + data:post.canonicalUrl + &quot;&amp;layout=standard&amp;show_faces=false&amp;width=100&amp;action=like&amp;font=arial&amp;colorscheme=light&quot;' frameborder='0' scrolling='no' style='border:none; overflow:hidden; width:450px; height:35px;'/>

প্রয়োজনে আগেই দেখে নিন তিনটি স্টাইল দেখতে কেমন হবে...






কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না।






 

Copyright @ 2013 ফর কম্পিউটার .