ব্লগারে ফেসবুক লাইক

ফেসবুক লাইক খুব সহজেই আপনি আপনার ব্লগে যোগ করে নিতে পারেন। আমরা যারা গুগল ব্লগ ব্যবহার করি তাদের জন্য এই পোষ্ট খুবই গুরুত্বপূর্ণ। এই ফিচারটির মাধ্যমে আপনার ব্লগের তথ্য খুব সহজেই ফেসবুকে ছড়িয়ে দিতে পারেন।
যা যা করনীয়:

প্রথমে আপনাকে ফেসবুকে একটি ফ্যানপেজ তৈরী করতে হবে। তারপর এই লিঙ্ক থেকে লাইক বক্স নামে ফিচারটি তে ক্লিক করুন। আর নিচে দেখানো ফেসবুক পেজ URL এর স্থলে আপনার ফেসবুক ফ্যানপেজের এড্রেস টি টাইপ করুন।
Width ও Height এর ঘরে আপনার ব্লগের প্রয়োজন অনুযায়ী যেকোন মান বসিয়ে দিন। তবে Width-236, আর Height-258 দিতে পারেন।




তারপর নিচে Get Code নামে বাটনটি চাপ দেন। তার পর উপরের অপসন গুলো থেকে IFRAME তে ক্লিক করে নিচের কোড টুকু কপি করুন। প্রয়েজনে নিচে লক্ষ্য করুন-
















এবার আপনি আপনার গুগল ব্লগারে প্রবেশ করুন। তার পর Layout এ যান। এখন আপনি লাইক বক্সটি যে দিকে রাখতে চান ঠিক সেদিকের Add a Gadget এ ক্লিক করুন। তারপর HTML/JavaScript সিলেক্ট করুন। সেখানের বডিতে কোডগুলো পেস্ট করুন। তার পর সেভ করুন।





0 মন্তব্য :

 

Copyright @ 2013 ফর কম্পিউটার .