গুগল অ্যানালাইটিকস যুক্ত করুন আপনার ব্লগারে

গুগল অ্যানালাইটিকস কি?
অ্যানালাইটিকস শব্দের অর্থ হল পরিসংখ্যান বা পর্যবেক্ষন করা। ওয়েব সাইটে অ্যানালাইটিকস হল বিভিন্ন ওয়েবলিংক এর হিট পর্যবেক্ষন করা। মনে করুন, আপনার সাইটে কোন তথ্য রেখে দিলেন। সেটা কতজন দেখেছে বা পড়েছে, কখন দেখেছে বা পড়েছে, সর্বোচ্চ কতজন কোন দিনদেখেছে বা পড়েছে ইত্যাদির তালিকা পর্যবেক্ষনকে অ্যানালাইটিকস বলে।


গুগল অ্যানালাইটিকস কেন করবেন?
আপনি খুব পরিশ্রম করে একটি সাইট তৈরি করলেন। সেটি হয়তো খুব জনপ্রিয়তাও পাচ্ছে। এখন আপনার সাইটে কতজন ভিজিটর প্রতিদিন আসছে। কোন কোন লেখা বেশী পছন্দ করছে এসব জনার জন্য অ্যানালাইটিকস ব্যবহার অপরিহার্য। আবার আপনার সাইটে সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর কোন বিষয় লিখে সার্চ করে আসছে। কতক্ষণ থাকছে। ইত্যাদি জানার জন্যও এটি ব্যবহার করা হয়।এটি ব্যবহার করলে আপনি সেই কি-ওয়ার্ডের মধ্যে আর্টিকেল/লেখা লিখে আপনার সাইটকে আরও জনপ্রিয় করতে তুলতে পারেন।

কিভাবে গুগল অ্যানালাইটিকস করব?
প্রথমেই এই লিঙ্কটিতে প্রবেশ করুন।চিত্রের দেখানো Access Analytics এ স্থানে ক্লিক করুন। তারপর আপনার গুগল একাউন্ট দিয়ে সাইন-ইন করুন।




এরপর এখানে আপনার সাইট সংযুক্ত করতে হবে। এজন্য নিচের চিত্রে দেখানো লাল রঙের স্থানে ক্লিক করুন। প্রয়োজনীয় তথ্য দিন। তারপর Tracking ID কপি করুন।














এখন আপনার গুগল ব্লগারে লগিন করুন। তারপর নিচের দেখানো স্থানে Tracking ID দিয়ে দিন।


















এখন ২৪ ঘন্টার মধ্যে আপনার সাইটের সমস্ত অ্যানালাইটিকস আপনার গুগল অ্যানালাইটিকস এ পাবেন।






0 মন্তব্য :

 

Copyright @ 2013 ফর কম্পিউটার .