কম্পিউটারে কোন কাজ খুব দ্রুত করতে সকলেই খুব ভালোবাসি। কোন কাজ খুব দ্রুত করতে গেলে শর্টকাট ব্যবহারের কোন বিকল্প নেই। এখন আমরা দেখবো কিভাবে Shutdown শর্ট কাট বাটন তৈরি করতে হয়।
- ডেস্কটপে রাইট ক্লিক করুন।
- তারপর New থেকে Shortcut এ ক্লিক করুন।
- এখন Type the Location of the item বক্সে SHUTDOWN -s -t 01 কোডটি লিখুন।
- তারপর Next এ ক্লিক করুন ।
- এখন লক্ষ্য করুন সফটওয়্যার এর মতো একটি আইকন ডেস্কটপে এসেছে। এই আইকনটিতে ডাবল ক্লিক করলেই আপনার পিসি Shutdown হয়ে যাবে ।
- আপনি চাইলে এর আইকন পরিবর্তন করতে পারেন। সেজন্য আইকনটির উপর রাইট ক্লিক করে Properties> Shortcut> Change Icon এ গিয়ে পছন্দ মত আইকন সেট করুন।
0 মন্তব্য :
Post a Comment