উইন্ডোজের থিম তৈরি করুন!

নিজেদের উইন্ডোজকে সব সময় নিজের মত সাজিয়ে রাখতে চান না এমন ব্যক্তি খুব কমেই আছে। আপনারা যারা সাজানো গোছানো উইন্ডোজ পছন্দ করেন তাদের জন্য এটি একটি ছোট টিপস। পোস্টটি শুধু মাত্র উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮ ব্যবহারকারীগণের জন্য। এতে কোন সফটওয়্যার লাগবে না।
  • ডেস্কটপ এ মাউস দিয়ে রাইট ক্লিক করুন ।
  • Personalize এ ক্লিক করুন ।



  • Desktop Background এ ক্লিক করুন ।


  • এখন Browse এ ক্লিক করে আপনি যে ফটো গুলো দিয়ে থিম তৈরি করতে চান সেগুলো সিলেক্ট করুন। প্রয়োজনে আগে থেকেই একটি ফোল্ডারে পছন্দকৃত ফটো মজুদ করে রাখতে পারেন। সেক্ষেত্রে ফোল্ডারটি সিলেক্ট করুন।
  • তীর চিহ্নিত Select all এ ক্লিক করুন। অথবা এক এক করে পছন্দ মত ফটোতে টিক চিহ্ন দিন।
  • Change Picture Every থেকে কত মিনিট পর পর ফটোগুলো পরিবর্তন হতে থাকবে তা নির্ধারণ করুন।
  • Shuffle এ টিক দিতে চাইলে দিতে পারেন।
  • শেষে Save Changes এ ক্লিক করুন। 


 
  • এবার Unsaved Theme নামে একটি থিম শো করবে। সেই Unsaved Theme এ উপর রাইট ক্লিক করে  Save Theme for sharing সিলেক্ট করে আপনার থিমের নাম দিয়ে আপনার পছন্দ মত লোকেশনে সেভ করুন।




  • আপনি চাইলে Save Theme for sharing থেকে কোথায় সেভ করবেন তা দেখিয়ে দেয়ে তা আপনি যে কাউকে শেয়ার করতে পারেন।
পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। 




0 মন্তব্য :

 

Copyright @ 2013 ফর কম্পিউটার .