ইউটিউব থেকে সরাসরি অডিও বানিয়ে ডাউনলোড করুন

ইন্টারনেটে ভিডিও আদান-প্রদান, দেখা বা ডাউনলোড করার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব। অনেক সময় এ সাইট থেকে ভিডিও ছাড়া শুধু অডিও ফরম্যাট ডাউনলোডের প্রয়োজন হয়। তখন কি করতে হবে তা অনেকে বুঝতে পারেন না। এ জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে। 

ইউটিউব থেকে অডিও নামাতে অনেকে প্রথমে পুরো ভিডিওটি ডাউনলোড করেন। এরপর বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে অডিও ফলম্যাটে রুপান্তর করে থাকেন। তবে এত ঝামেলা না করে অনলাইনেই করে ফেলা যায়। তবে এ জন্য অনলাইনে কিছু ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এসব ওয়েবসাইটে গিযে কাঙ্ক্ষিত ভিডিওটির লিংক দিলে তা অডিও ফরম্যটে ডাউনলোড হয়ে যায়।



 

Copyright @ 2013 ফর কম্পিউটার .