এম এস ওয়ার্ডে টেক্সট বাউন্ডরি আনবেন কিভাবে?

টেক্সট বাউন্ডরি না থাকলে অনেকেই এম এস ওয়ার্ডে লেখালেখি করতে সমস্যা মনে করে। তাছাড়া টেক্স বাউন্ডরি থাকলে লেখতে অনেকটা সহজ হয় এবং তা প্রিন্ট করার সময় অনেক বেশী গুরুত্ব রাখে।

এম এস ওয়ার্ডে টেক্সট বাউন্ডরি শো করার পদ্ধতিঃ

  • এস এস ওয়ার্ড অপেন করুন।
  • মাইক্রোসফট অফিস বাটনে ক্লিক করে একদম নিচের দিকে থাকা Word Option ক্লিক করুন।
  • বাম দিকের মেনুবার থেকে Advanced সিলেক্ট করুন।
  • Show document content আইটেমে Show Test text Boundary এ টিক দিয়ে Ok করুন।





 

Copyright @ 2013 ফর কম্পিউটার .