ফেসবুকে আপনাকে কেউ মেসেজ পাঠানোর পর আপনি যদি তা ওপেন করেন তাহলে তা
প্রেরক বুঝতে পারে। এমনকি মেসেজটি কোন সময়ে পড়া হয়েছে তাও দেখানো হয়। এ
পদ্ধতিকে কে আপনি চাইলে এড়িয়ে যেতে পারেন।Facebook Unseen নামে গুগল ক্রোমের একটি এক্সটেনশন। এতে
আপনি মেসেজ পড়েছেন নাকি পড়েননি তা ম্যানুয়ালি মার্ক করে দিতে পারবেন।
যা করতে হবেঃ
- গুগল ক্রোম ব্রাউজার অপেন করুন।
- Facebook Unseen এই লিঙ্ক কে ব্রাউজ করে + free বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ক্রোম ব্রাউজারের উপরের ডান দিকে এক্সটেনশনে ক্লিক করে enabled করার মধ্য দিয়ে আপনি আপনার ফেসবুকের মেসেজ পড়েছেন নাকি পড়েননি তা ম্যানুয়ালি মার্ক করে দিতে পারবেন।