পেনড্রাইভ থেকে সহজেই কম্পিউটার সেটআপ

সাম্প্রতিক সময়ে কম্পিউটারের আকার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে। ল্যাপটপ বা নোটবুক থেকে আরো ক্ষুদ্র সংস্করণও বাজারে আসছে যেমন নেটবুক। এসব কম্পিউটার বহনে যেমন সুবিধা তেমনি ব্যবহার করতেও আরাম। তবে এসব ডিভাইসের সমস্যা হচ্ছে এগুলোতে সাধারণত অপটিক্যাল ড্রাইভ অর্থাৎ ডিভিডি রম থাকে না। যে কারণে অপারেটিং সিস্টেম (ওএস) সেটাপ দেয়ার সময় বেশ ঝামেলা পোহাতে হয়। তবে এই ঝামেলাটি থেকে আপনি সহজেই মুক্তি পেতে পারেন। পেনড্রাইভ দিয়েই খুব সহজে যে কোনো ডিভাইসে উইন্ডোজ এক্সপি থেকে শুরু করে ৭ এবং ৮ সহ যে কোন  অপারেটিং সিস্টেমগুলো সেট আপ দিতে পারবেন। এ জন্য প্রথমে পেনড্রাইফকে বুটেবল করতে হবে।


বুটেবল করার জন্য যা যা প্রয়োজনঃ

  • একটি পেনড্রাইভ (উইন্ডোজ এক্সপির জন্য চার গিগাবাইট এবং উইন্ডোজ ৭ ও ৮ এর জন্য কমপক্ষে আট গিগাবাইটের পেনড্রাইভ)।
  • একটি  অপারেটিং সিস্টেম ডিস্ক  ও  তার  (উইন্ডোজ এক্সপি, ৭, ৮) এর ISO ফাইল।
  •  Power iso সফটওয়্যার।

ISO ফাইল তৈরীর পদ্ধতিঃ

  • ডাউনলোড করা Power iso সফটওয়্যারটিতে  রাইট ক্লিক করে run as administrator সিলেক্ট করুন। সফটওয়্যারটি চালু হলে নিচের দিকে থাকা continue unregistered সিলেক্ট করুন। 

  • এখন আপনার CD/DVD ড্রাইভ এ আপনার কাঙ্খিত অপারেটিং সিস্টেমের ডিস্ক টি প্রবেশ করান। তারপর Power Iso থেকে Copy তে ক্লিক করে Make CD/DVD/..... Image file সিলেক্ট করুন। সর্বশেষ Source Drive থেকে ডিভিডি ড্রাইভ ও destination file এ .iso সিলেক্ট করে ok করুন।

  • সাধারনত Iso file টি my document এ সেভ হয়। প্রয়োজনে আপনি তা পরিবর্তন করুন।

পেনড্রাইভ বুটেবল পদ্ধতি

  •  Power Iso এর মেনুবার থেকে tool এ ক্লিক করে  create bootable USB Drive সিলেক্ট করুন।
  • Source Image file থেকে  অপারেটিং সিস্টেম এর ISO ফাইল টি সিলেক্ট করুন। তারপর Start করুন।

অপারেটিং সিস্টেম সেটাপ

  • পেনড্রাইভ বুটেবল করা শেষ হলে সেটাপ দেয়ার জন্য প্রথমে কম্পিউটার রিস্টার্ট দিতে হবে। 
  • এরপর বুট অপশন এ গিয়ে প্রাইমারি বুট হিসেবে ইউএসবি ডিভাইস সিলেক্ট করতে হবে।
  • তারপর উইন্ডোজ এক্সপি   ও  উইন্ডোজ সেভেন  বা অন্যান্য অপারেটিং সিস্টেম ইচ্ছা মত সেটাপ দিন।


 

Copyright @ 2013 ফর কম্পিউটার .