মেইল কম্পোজ করার পর একদম নিচে প্রেরক
হিসাবে নাম, ঠিকানা ইত্যাদি লেখার রীতিনীতি বহুকাল থেকে। প্রেরক হিসাবে
নিচে ব্যবহৃত নাম, ঠিকানা সম্বলিত তথ্যই ইমেইলে Signatures বা স্বাক্ষর
নামে পরিচিত। যতবার আপনি মেইল পাঠাবেন বা কম্পোজ করবেন ততবার এই Signatures
বা স্বাক্ষর টাইপ করার ঝামেলা দুর করার জন্য ইয়াহু মেইল Signatures বা
স্বাক্ষর অটোযুক্ত করার ফিচার যুক্ত করেছে।
ইয়াহু মেইলে Signatures বা স্বাক্ষর যুক্ত করার নিয়মঃ
- প্রথমে ইয়াহু মেইল এ লগিন করুন।
- তারপর ডানসাইটে থাকা Settings আইকনে মাউস পয়েন্টার রাখুন।
- একটি ফ্লাই লেআউট আসবে। সেখান থেকে Settings এ ক্লিক করুন।
- তারপর বাম সাইটের মেনুবার থেকে Writing email সিলেক্ট করুন।
- এখন শুধুমাত্র signature ড্রপবক্স থেকে Show a plain text signature অথবা Show a rich text signature সিলেক্ট করে আপনার পছন্দ মত Signatures
বা স্বাক্ষর টাইপ করুন।
- সব শেষে Save করুন।