মেইল কম্পোজ করার পর একদম নিচে প্রেরক হিসাবে নাম, ঠিকানা ইত্যাদি লেখার রীতিনীতি বহুকাল থেকে। প্রেরক হিসাবে নিচে ব্যবহৃত নাম, ঠিকানা সম্বলিত তথ্যই ইমেইলে Signatures বা স্বাক্ষর নামে পরিচিত। যতবার আপনি মেইল পাঠাবেন বা কম্পোজ করবেন ততবার এই Signatures বা স্বাক্ষর টাইপ করার ঝামেলা দুর করার জন্য জিমেইল Signatures বা স্বাক্ষর অটোযুক্ত করার ফিচার যুক্ত করেছে।
জিমেইলে Signatures বা স্বাক্ষর যুক্ত করার নিয়মঃ
- প্রথমেই Gmail লগিন করুন।
- তারপর ডানসাইটে থাকা Settings এ ক্লিক করুন।
- সেখান থেকে Settings সিলেক্ট করুন।
- পেজ লোড হলে নিচের দিকে “Signature” অপসন থেকে No Signature এর টিক তুলে দিয়ে signature text in the box এ টিক দিয়ে সেখানে আপনার ইচ্ছামত Signature বা স্বাক্ষর তৈরি করুন।
- সবশেষে Save Changes ক্লিক করে সেভ করুন।