Yahoo mail অটোমেটিক ভাবে তার ইনবক্সে আসা মেইলগুলো অন্য মেইল একাউন্টে ফরওয়ার্ড বা পাঠানোর সুবিধা দেয়। এই সুবিধা পাওয়ার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
মেইলে আসা সমস্ত নতুন মেইল ফরওয়ার্ড পদ্ধতি:
- ইয়াহু মেইলে লগিন করে ডান দিকে সাইটে থাকা Settings তে মাউস পয়েন্টার রাখুন। সেখানে অবস্থিত Settings এ ক্লিক করুন।
- তারপর বামদিকের মেনুবার থেকে Accounts এ ক্লিক করুন।
- সেখান থেকে "Yahoo account." এর Edit এ ক্লিক করুন।
- এখন Forward সিলেক্ট করুন।
- আপনি যে মেইল একাউন্টে আপনার মেইল ফরওয়ার্ড করতে যান সেই একাউন্ট দিয়ে দিন। আর নিচের অপসন থেকে Store and forward সিলেক্ট করুন। অথবা আপনার প্রয়োজনীয় অপসন সিলেক্ট করুন।
- সবশেষে Save করুন।
0 মন্তব্য :
Post a Comment