অটোমেটিক ভাবে জিমেইল এর মেইল অন্য মেইলে ফরওয়ার্ড করুন


Gmail অটোমেটিক ভাবে তার ইনবক্সে আসা মেইলগুলো  অন্য মেইল একাউন্টে ফরওয়ার্ড বা পাঠানোর সুবিধা দেয়। এই সুবিধা পাওয়ার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।

সমস্ত নতুন মেইল ফরওয়ার্ড পদ্ধতি: 

  • প্রথমে যে মেইল থেকে ফরওয়ার্ড করতে চান সেই মেইলে login করুন।
  • তারপর ডানসাইটে থাকা Settings এ ক্লিক করুন।
  • সেখান থেকে সেটিংস এ প্রবেশ করুন।
  • এখন সারিবদ্ধ ট্যাব থেকে Forwarding and POP/IMAP ট্যাব সিলেক্ট করুন।
    Forwarding, POP & IMAP tab
  • Add a forwarding address গিয়ে আপনি যে মেইলে ফরওয়ার্ড করতে চান সে মেইল একাউন্ট দিয়ে দিন।
  • সবশেষে নিচ থেকে Save Change করুন।



0 মন্তব্য :

 

Copyright @ 2013 ফর কম্পিউটার .