Gmail অটোমেটিক ভাবে তার ইনবক্সে আসা মেইলগুলো অন্য মেইল একাউন্টে ফরওয়ার্ড বা পাঠানোর সুবিধা দেয়। এই সুবিধা পাওয়ার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
সমস্ত নতুন মেইল ফরওয়ার্ড পদ্ধতি:
- প্রথমে যে মেইল থেকে ফরওয়ার্ড করতে চান সেই মেইলে login করুন।
- তারপর ডানসাইটে থাকা Settings এ ক্লিক করুন।
- সেখান থেকে সেটিংস এ প্রবেশ করুন।
- এখন সারিবদ্ধ ট্যাব থেকে Forwarding and POP/IMAP ট্যাব সিলেক্ট করুন।
- Add a forwarding address গিয়ে আপনি যে মেইলে ফরওয়ার্ড করতে চান সে মেইল একাউন্ট দিয়ে দিন।
- সবশেষে নিচ থেকে Save Change করুন।
0 মন্তব্য :
Post a Comment