ফরেক্স ট্রেডিং করার জন্য কি কি দরকার?

ফরেক্স ট্রেডিং করার জন্য দরকার

  • ইন্টারনেট কানেকশনসহ একটি পিসি অথবা উইন্ডোজ মোবাইল অথবা এন্ডোয়েড মোবাইল।
  • একটি ব্রোকার একাউন্ট।
  • অনলাইন ব্যাংক একাউন্ট।

ফরেক্স ট্রেড করতে হলে সর্বপ্রথম আপনাকে কোনো একটি ফরেক্স ব্রোকারের সাথে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। যেমন রোবোফরেক্স, এবং তাতে ডিপোজিট (টাকা বিনিয়োগ) করতে হবে। অ্যাকাউন্ট খুব সহজেই ২ মিনিটে অনলাইনে ওপেন করা যায়।
টাকা ডিপোজিট করার জন্য  আপনি বিভিন্ন অনলাইন মুদ্রা ব্যাংক যেমন পেপাল, অ্যালার্ট পে, মানিবুকারস ইত্যাদি দিয়ে তাৎক্ষণিক আপনার আকাউন্টে ডিপোজিট করতে পারেন। ব্যাংকগুলোর ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রাশন করে টাকা ডিপোজিট করতে হবে।

আপনার অ্যাকাউন্টে ডিপোজিট সম্পন্ন হলে আপনি ট্রেড করা শুরু করতে পারবেন। ফরেক্স ট্রেডিং অনলাইনে সফটওয়ারের মাধ্যমে করতে হয়। এই সফটওয়ার আপনি বিনামূল্যে আপনার ব্রোকারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। সফটওয়ারটি ইন্সটল করে ব্রোকার প্রদত্ত ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে তাতে সাইন ইন করলেই বিভিন্ন পেয়ারের চার্ট ও মূল্য তালিকা লোড হবে এবং আপনি আপনার ট্রেড ওপেন/ক্লোজ করতে পারবেন।


ফরেক্স মূল পাতায়...


 

Copyright @ 2013 ফর কম্পিউটার .