ফরেক্স ট্রেডগুলো কোথায় ঘটে?

অন্যান্য আর্থিক বাজার থেকে এই বাজার ভিন্ন। কারন এই বাজারের কোন শারীরিক অবস্থান নেই। যেখানে সমস্ত লেনদেন ব্যাংক, বৃহৎ প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, ব্যবসায়ী, ইত্যাদির মধ্যে টেলিযোগাযোগ (ফোন, অনলাইন প্ল্যাটফর্ম, ইত্যাদি) মাধ্যমে পরিচালিত হয় । এটিকে কাউন্টার বাজার (Over The Counter) বা OTC বলা হয়।

অনলাইন প্ল্যাটফর্ম এর চারটি প্রধান কেন্দ্র নিউইয়র্ক, লন্ডন, টোকিও ও সিডনি তে অবস্থিত। মুলত এরই চারটি জোন থেকেই মার্কেটের ট্রেডগুলো অনলাইন প্ল্যাটফর্ম এর মাধ্যমে পরিচালনা করা হয়। প্রয়োজনে নিচের চার্টটিতে ভালো ভাবে লক্ষ্য করুন।




ফরেক্স মূল পাতায়...

 

 

Copyright @ 2013 ফর কম্পিউটার .