ফরেক্স এ আপনার প্রথম ট্রেডে স্বাগতম। ফরেক্স সম্পর্কে ইতিপূর্বে অনেক কিছুই বলা হয়েছে। ডেমো অ্যাকাউন্ট ওপেন পদ্ধতিও আলোচনা করা হয়েছে। এখন আমরা ট্রেড করা পালা। কিভাবে আমরা একটি ট্রেড ওপেন করে তা ক্লোজ করতে পারি তা এই পোস্টটিতে আলোচনা করা হবে।
মেটাট্রেডার অ্যাকাউন্টে লগিন করার পর এই স্ক্রীনটি দেখতে পাবেন।
EURUSD পেয়ারে ট্রেড ওপেন করার জন্য "Market Watch" উইন্ডো থেকে EURUSD এর উপর রাইট ক্লিক করে Chat Window তে ক্লিক করুন। তাহলে EURUSD এর চার্টটি প্রদর্শিত হবে। আবার EURUSD এর উপর ডাবল ক্লিক করুন।
নিচের মত একটি উইন্ডো ওপেন হবে। EURUSD বাই ট্রেড করতে চাইলে "BUY" এ ক্লিক করুন।
নিচের মত একটি ট্রেড ওপেন হবে। স্প্রেডের কারনে ট্রেডটি কিছু লসে ওপেন হবে।
Stop loss বা Take profit সেট করতে চাইলে SL বা TP তে ডাবল ক্লিক করুন।
একটি উইন্ডো ওপেন হবে। সেখান থেকে আপনি স্টপ লস এবং টেক প্রফিট সেট করতে পারবেন।
দেখুন স্টপ লস এবং টেক প্রফিট সেট হয়ে গেছে। ঐ প্রাইসে গেলে ট্রেড একাকী ক্লোজ হয়ে যাবে।
ট্রেডটি এখন $১ লাভে আছে। এখন আপনার ইকুইটি $৫০০১, কিন্তু ব্যালেন্স $৫০০০. ট্রেডটি ক্লোজ করে দিলে আপনার ব্যালেন্স $৫০০১ হয়ে যাবে। SL/TP প্রাইসে গেলে ট্রেডটি একাকী ক্লোজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এখনই ক্লোজ করে দিতে চান, তবে আপনি প্রফিটের ওপর ডাবল ক্লিক করুন।
দেখবেন ট্রেড ক্লোজ করার জন্য একটি উইন্ডো ওপেন হবে। হলুদ ক্লোজ বাটনে ক্লিক করুন।
ট্রেডটি $১ প্রফিটে ক্লোজ হয়ে গেছে।
এখন আপনার নতুন ব্যালেন্স $৫০০১।
আশা করি আপনার প্রথম ট্রেডটি স্বরণীয় হয়ে থাকবে।
.