ফরেক্স এ স্প্রেড কি?


একটি ট্রেড ওপেন করলেই দেখা যায় যে ট্রেডটি কিছুটা লসে ওপেন হয়। মুলত এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই স্প্রেডটুকু কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়।
সহজ ভাবে বলতে গেলে, Bid Price ও Ask Price এর মধ্যে পার্থক্যই হচ্ছে স্প্রেড। যদি আপনি ১.৩৩৪৪৯ এ EURUSD পেয়ারে বাই ট্রেড করেন, তা কিন্তু ১.৩৩৪৫৭ এ ওপেন হবে অর্থাৎ ০.৮ পরিমাণ স্প্রেড কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়া হবে।

আবার বিভিন্ন পেয়ারে স্প্রেড বিভিন্ন রকম হয়ে থাকে। শুধু তাই নয় স্প্রেড এর পরিমাণ ব্রোকার ভিত্তিক হয়ে থাকে। তাই ভালো বোকারে একাউন্ট অপেন করা ভালো। কিছু কিছু পেয়ার এ স্প্রেড ৩০ পিপস পর্যন্ত বা তার বেশী হতে পারে। তাই অপরিচিত পেয়ার ট্রেড করার আগে স্প্রেড কত তা দেখা নেয়া উচিত।



ফরেক্স মূল পাতায়...


 

 

Copyright @ 2013 ফর কম্পিউটার .