যে পদ্ধতিতে আপনার ট্রেডটি সয়ংক্রিয় ভাবে অর্থাৎ নিজে নিজে ট্রেড ওপেন হবে, ট্রেড ক্লোজ হবে, একটি নির্দিষ্ট মানিম্যানেজম্যান ফলো করবে, যেখানে আপনাকে কিছুই করতে হবে না তাই হল অটো ট্রেডিং। এই পদ্ধতিটি হল প্রোগ্রামার এর কোড ভিত্তিক একটি সাজানো পদ্ধতি যেখানে বলে দেওয়া থাকে মার্কেট মুভমেন্ট কি রকম হলে কি পদ্ধতিতে ট্রাডিং হবে, কত পিপ প্রফিট করবে , কত পিপ লস করবে এবং কত ডলার ব্যাল্যান্স থাকলে কত ভলিয়মে ট্রেড ওপেন হবে, সর্বোচ্চ কত ডলার পর্যন্ত রিস্ক নিবে ইত্যাদি ইত্যাদি ট্রেডিং করতে যা যা লাগে সবকিছু। যেহেতু এটি একটি সয়ংক্রিয় পদ্ধতি তাই আমারা অটো ট্রেডিং রোবট ট্রেডিং ও বলে থাকি।
রোবট এর সুবিধাঃ
- নিজে নিজেই ২৪ ঘণ্টা ট্রেড করবে। (এমনকি সময় নির্ধারণ করা যায়)
- এটি একটি নির্দিষ্ট সিস্টেমে কাজ করে থাকে ফলে কখনো রুলস ব্রেক হয় না।
- অসংখ্য সেটিং থাকে যেগুলো নিজের মত সেটিং এর মাধ্যমে পরিচালনা করা যায়।
- ডাটা এনালাইসিস খুব সল্প সময়ে করার ক্ষমতা থাকে।
- বেসিক নলেজ দিয়ে যে কোন নতুন ট্রেডার এই পদ্ধতিতে ইনকাম করতে পারেন।
- নির্দিষ্ট একটি কারেন্সি নিয়ে কাজ করে ফলে ট্রেডিং লস খুব কম হয়ে থাকে।
রোবট এর অসুবিধাঃ
- ২৪ ঘণ্টা চালু থাকে এমন পিসিতে সেট করতে হবে। তনুবা ট্রেডিং বন্ধ থাকবে। তাই আলাদা ভাবে VPS সার্ভিস এর মাধ্যমে করতে হয়।
- সব ব্রোকারে সাপোর্ট পাওয়া যায় না, ফলে আপনার টার্গেট ইনকাম নাও হতে পারে।
- একটি রোবট সাধারণত একটির বেশি কারেন্সিতে কাজ করতে পারে না। তাই একাধিক কারেন্সি তে রোবট সেট করতে হলে প্রতি কারেন্সির জন্য রোবট ক্রয় করতে হবে।
- রোবট ট্রেডিং এর ভেতর আপনার ট্রেড করার সুজোগ নেই এতে করে রোবট ফর্মুলা ভুল করে ট্রেড লস করবে।
- বেশীরভাগ রোবট মার্কেট হাই ভোলাটিলিটিতে ট্রেড করতে পারে না।
- অনেক নতুন ট্রেডার নিজে না শিখে সরাসরি রোবট এর আশ্রয় নেয় ফলে প্রকৃত পক্ষে ফরেক্স শিখতে পারে না।
কি কি প্রয়োজন হয়?
যেহেতু এটি একটি স্বয়ংক্রিয় ট্রেডিং পদ্ধতি তাই আপনাকে ট্রেডের সামনে বসে না থাকলেও চলবে তবে এই পদ্ধতিতে ট্রেড করার জন্য কিছু বিষয় লাগে ।
১। VPS- Virtual Private Server
২। EA – Expert Advisor (রোবট)
আপনার পিসি যদি ২৪ ঘন্টা অন রাখতে না পারেন তাহলে আপনাকে ২৪ ঘন্টা অন থাকে এমন পিসিতে কিছু স্পেস নিতে হবে যা VPS নামে পরিচিত অর্থাৎ কিছু কোম্পানি আছে যারা তাদের কম্পিউটার আপনার জন্য ২৪ ঘন্টা চালু রাখবে সে জন্য আপনাকে প্রতি মাসে $১০-$৫০ পরিশোধ করতে হবে। তবে কিছু কিছু ব্রোকার তাদের প্লাটফর্মের ট্রেডারদের ফ্রি এই সুবিধা দিয়ে থাকে সামান্য কিছু শর্তের মাধ্যমে। যেমন রোবোফরেক্স।
দ্বিতীয় , আপনার রোবট সফটওয়্যার থাকতে হবে, এই ক্ষেত্রে এটি আপনাকে ক্রয় করে নিতে হবে, যেহেতু এটি স্পেশাল একটি সফটওয়্যার সিস্টেম তাই এটি ফ্রী নয়। ভিন্ন ভিন্ন ফরেক্স রোবট প্রভাইডাররা তাদের রোবট এর কাজের প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন দাম নিয়ে থাকে। আপনি $৮০-$২৫০ এর মধ্যে রোবট ক্রয় করতে পারবেন। তবে অনেক রোবট আছে যেগুলো আরো অনেক দামি $১০০০ পর্যন্ত হতে পারে।
রোবট ক্রয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয়ঃ
আপনি যে অটো ট্রেডিং সিস্টেম (রোবট) ক্রয় করতে চাইছেন তা কতটুকু স্টং, প্রফিটেবল কিংবা কতটুকু রিলায়েবল কিংবা এই অটো সিস্টেম এর কার্যকারিতা আসলে কতটুকু তা বোঝার জন্য আপনাকে কিছু বিষয় দেখে নিতে হবে যা আপনি ওই নির্দিষ্ট রোবটের বিস্তারিত অংশে পেয়ে যাবেন। নিচের পয়েন্টগুলোর আলোকে আপনি একটি ভালো রোবট ক্রয়ের করতে পারেন।
- Back-test
- History
- Profit Factor
- Draw down
- Risk Reword Ratio
- Month Return
কিভাবে EA ইন্সটল করতে হয়?
সাধারণত EA এর জন্য ১-২ টি ফাইল থাকে। মুল EA ফাইলটি আপনার কম্পিটারের Meta Trader এর রুট ফোল্ডার থেকে Experts ফোল্ডারের ভেতরে কপি করে দিতে হবে এবং যদি আরো ফাইল থাকে তাহলে নির্দেশনা অনুযায়ী যে ফোল্ডারে দিতে বলা হবে সেই ফোল্ডারে কপি করে দিবেন। এবং Meta Trader এর Expert Advisors অপশন Enable করে দিতে হবে। এবং ভিবিন্ন ধরনের EA প্যারামিটার সেটিং এর মাধ্যমে আপনি নিজের মত করে রোবট সেট করে দিতে পারবেন।
ফরেক্স রোবট আপনার অনুপস্থিতে ২৪ ঘন্টায় ট্রেড চালিয়ে যাবে সত্যি তবে আবারো বলা যাচ্ছে যে যেহেতু এটি একটি প্রোগ্রামেবল পদ্ধতি তাই মার্কেট কত ভালো বুঝে কত ভালো ভাবে সিস্টেমটি সাজানো হয়েছে তা যদি যাচাই না করে রোবট সেট করে প্রফিট এর আশা করে তাহলে আপনার সেই স্বপ্ন সত্যি নাও হতে পারে। তাই যেকোন রোবট ব্যাবহার এর পূর্বে উপরোক্ত বিষয়গুলোর সাথে সাথে উক্ত রোবট কে অন্তত পক্ষে ৩ মাস ডেমো আকাউন্টে সেট করে এর কার্যকারিতা নিশ্চিত হউন তারপর ফাইনালি লাইভ ট্রেডে সেট করবেন। নতুবা আপনার আশা নিরাশায় পরিণত হতে খুব বেশি সময় নিবে না। প্যারামিটারের তথা আপনার রোবট এর সব গুলো সেটিং বুঝে শুনে তারপর শুরু করেন।