ফরেক্স এ পিপস এবং পিপেটিস কি?

পিপস (Pips) বলতে যা বুঝায়ঃ

ফরেক্স মার্কেটের মুভমেন্টকে স্বাধারণত পিপস দিয়ে বুঝানো হয়। অনেকে পিপস কে পয়েন্টও বলে থাকে, তবে আন্তর্জাতিকভাবে pips ই বহুল প্রচলিত। স্বাধারণভাবে পিপস বলতে কারেন্সি পেয়ারে দশমিকের পরের ৪র্থ তম সংখ্যা কে বুঝায়। 

উদাহরনঃ

EUR/USD মার্কেট প্রাইজ ছিল ১.৩৭৯৭ এবং এখন তা ১.৩৭৯৯ গিয়ে পৌছালো। সুতারাং কত পিপস পরিবর্তন হল? এর উত্তর বের করার নিয়মঃ আগরে মার্কেট প্রাইজ - বর্তমান মার্কেট প্রাইজ = পিপস। অথ্যাৎ ১.৩৭৯৭ - ১.৩৭৯৯ = ০.০০০২। যেহেতু দশমিকের পরের ৪র্থ তম সংখ্যাই পিপস। তাই বলা হবে যে এখানে ২ পিস মুভমেন্ট ঘটেছে।

পিপেটিস (Pipettes) বলতে যা বুঝায়ঃ

কিছু কিছু ব্রোকারে প্রাইস দশমিকের পরে ৫ ডিজিট থাকে। সেক্ষেত্রে স্বাধারণভাবে পিপেটিস বলতে কারেন্সি পেয়ারে দশমিকের পরের ৫ম তম সংখ্যা কে বুঝায়।

উদাহরনঃ

EUR/USD মার্কেট প্রাইজ ছিল ১.৩৭৯৭১ এবং এখন তা ১.৩৭৯৯৭ গিয়ে পৌছালো। সুতারাং কত পিপস পরিবর্তন হল? এর উত্তর বের করার নিয়মঃ আগরে মার্কেট প্রাইজ - বর্তমান মার্কেট প্রাইজ = পিপস। অথ্যাৎ ১.৩৭৯৭১ - ১.৩৭৯৯৭ = ০.০০০২৬। যেহেতু দশমিকের পরের ৫ম তম সংখ্যাই পিপেটিস। তাই বলা হবে যে এখানে ২ পিপস ৬ পিপেটিস মুভমেন্ট ঘটেছে। অথবা ২৬ পিপেটিস পমুভমেন্ট ঘটেছে।


ফরেক্স মূল পাতায়...



 

Copyright @ 2013 ফর কম্পিউটার .