কিভাবে এন্ড্রয়েড ফোনের ভুলে যাওয়া প্যাটার্ন লক খুলবেন


এন্ড্রয়েড মোবাইল বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম। আর এন্ড্রয়েড মোবাইলের অন্যতম একটি সিস্টেম হচ্ছে প্যাটার্ন লক। অনেক সময় আমাদের অজান্তে আমরা মোবাইলের অথবা ট্যাবের প্যাটার্ন লক ভুলে যেতে পারি বা কেউ অতিরিক্ত ভাবে ভুল প্যাটার্ন লক ট্রাই করলে লক হয়ে যেতে পারে। যাই হোক কিভাবে প্যাটার্ন লক খোলা যায় সেটি এখন আমরা দেখবো। দুটি সিস্টেমে আপনি লক খুলতে পারি।

প্রথম পদ্ধতি: 
  • প্রথমে আপনি যে কোনো একটি ভুল প্যাটার্ন আকুন। তারপর নিচের ছবির মত Forgot Pattern এ ক্লিক করুন…। 

  • Forgot Patter এ ক্লিক করার পর আপনার স্ক্রিনে নিচের মত একটি ছবি আসবে। 
 
  • ছবি আপনাকে বলা হবে আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিতে। আর ইমেইল আইডিটি অবশ্যই আপনি যে ইমেইল আইডি দিয়ে আপনার মোবাইল ইন্টিগ্রেটেড করছেন সেটার ইমেইল এবং পাসওয়ার্ড দিতে হবে। এটা দেয়ার পর আপনার সেই ইমেইলে নতুন প্যাটার্ন কোড পাঠিয়ে দিবে।এবং তা দিয়ে মোবাইল আনলক করতে পারবেন। 

দ্বিতীয় পদ্বতিটি : 

 এ পদ্ধতিতে আপনাকে আপনার পুরো মোবাইল ফ্ল্যাশ দিতে হবে। আর মোবাইল অথবা ট্যাবকে ফ্ল্যাশ দিলে আপনার ডাউনলোড করা আপস এবং গেমস গুলো সাথে সাথে লক প্যাটারর্ন সফটওয়্যারটিও রিমুভ হয়ে যাবে। শুধু মাত্র আপনার ডিভাইসের সাথে পাওয়া এপস এবং গেমস গুলো থাকবে।

 

Copyright @ 2013 ফর কম্পিউটার .