উইন্ডোজের অপ্রয়োজনীয় প্রোগাম বন্ধ করুন

প্রায়ই কম্পিউটারে একসংগে অনেকগুলো ফাইল চালানো থাকে। এতে কম্পিউটারের গতি অনেক ধীর হয়ে আসে। এ পর্যায়ে কম্পিউটারে কি কি প্রোগাম চালু আছে তা আমরা দেখে নিতে পারি।

  • Start থেকে Run-এ গিয়ে cmd লিখে ইন্টার বাটন চাপুন।
  • cmd প্রোগাম এর কালো স্কিন আসলে  tasklist লিখে Enter চাপ দিন।
  • এখন যেসব প্রোগাম চালু আছে তার একটা তালিকা পাওয়া যাবে। এখান থেকে কোনো অপ্রয়োজনীয় প্রোগাম বাদ দিতে চাইলে কমান্ড খুলে taskkill/im programname.exe/f লিখে Enter চাপতে হবে। 

এখানে programname.exe -এর জায়গায় যে প্রোগামটি বন্ধ করতে চান তার নাম হুবুহু লিখতে হবে। তবেই প্রোগামটি বাদ হয়ে যাবে।

 

Copyright @ 2013 ফর কম্পিউটার .