টাইমফ্রেমের মাধ্যমে সাধারণত ফরেক্স মার্কেটের কোন নির্দিষ্ট সময়ের প্রাইস রেট সর্বোচ্চ কত ছিল বা সবোনিম্ন কত ছিল ইত্যাদি সহজের বোঝার জন্য ব্যবহৃত হয়। মার্কেট এনালাইসেস করা জন্য ১ মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিট, ৩০ মিনিট, ১ ঘন্টা, ৪ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে টাইমফ্রেম ক্যানডেল স্টিক আকারে মেটাট্রেডার দেয়া থাকে।
টাইমফ্রেম ক্যানডেল স্টিক থেকে যা সহজে বুঝা যায়ঃ
- কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে।
- কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে।
- প্রাইস ঐ টাইমফ্রেম ক্যানডেল স্টিকে সর্বোচ্চ কত বেড়েছিল।
- প্রাইস ঐ টাইমফ্রেম ক্যানডেল স্টিকে সর্বনিম্ন কত কমেছিল।