ফরেক্স থেকে মাসিক ইনকাম!


ফরেক্স ট্রেডিং একটা বিজনেস। চাকুরী নয়। এখানে কখনো কেউ বলতে পারবে না নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করতে পারবে। সেজন্য ফরেক্স মার্কেটের আয়কে মুলধনের শতকরা হিসেবে প্রকাশ করা হয়। যেমন কেউ যদি ৫০০ ডলার ইনভেস্ট করে প্রথম মাসে ৫০ ডলার লাভ করে তবে সেটা হবে ১০% লাভ। এর পরের মাসেও যে ৫০ ডলার লাভ হবে এমন গ্যারান্টি নেই। ৫০ ডলার লসও হতে পারে, আবার ২০০ ডলার লাভও হতে পারে। এটা নির্দিষ্ট নয়। তাই কেউ যদি বলে গ্যারান্টেড ৫০ হাজার টাকা মাসে ইনকাম করুন অথবা গ্যারান্টেড ইনকাম করুন সেটা ভুয়া। কারণ লস ছাড়া কোন বিজনেস নেই। ব্যবসার সংজ্ঞাতেই আছে –

ঝুঁকি আছে যেনেও মুনাফা অর্জনের উদ্দেশ্য বিনিয়োগ করাকে ব্যবসা বলে।

এখন কেউ যদি এই ঝুঁকিটা লুকিয়ে আপনাকে শুধু লাভের অংশটাই তুলে ধরে তাহলে বুঝে নিবেন সে আপনার সাথে চিট করছে। ফরেক্সে ঝুঁকিটা মিনিমাইজ করা যায় ভাল মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে। কিন্তু কখনোই ঝুঁকিটা পুরোপুরি দূর করা যায় না। ফরেক্স ট্রেডিং যদি যুদ্ধ হয় তবে আপনার যুদ্ধে যাওয়ার কৌশল (strategy) লাগবে। আপনি কোন কৌশল ছাড়া যুদ্ধে গেলে সহজেই হেরে যাবেন।



ফরেক্স মূল পাতায়...


 

Copyright @ 2013 ফর কম্পিউটার .