- ইন্ট্রো ভিডিও যোগ করার জন্য প্রথমে আপনাকে ৩ সেকেন্ডের একটি ভিডিও তৈরি করে এবং আপলোড করতে হবে।
- আপলোড করার সময় সেটাকে আনলিস্টেড করে রাখবেন যাতে কেউ সেটা খুঁজে না পায়।
- ভিডিওটিকে "Add a channel branding intro" হিসেবে নির্বাচন করতে হবে। এ কাজটি করতে হবে ইউটিউবের "InVideo" প্রোগ্রাম পেজ থেকে। tube তারপর আপনার পছন্দের যে কোন ভিডিওতে সেই ইন্ট্রো ভিডিওটি যোগ করতে পারবেন।