Epson L800 প্রিন্টারে End of Service Life সমস্যা?

যদি এমন হয় যে, হটাৎ করে আপনার Epson L800 বা এই সিরিজের যেকোন প্রিন্টারের দুটা লাল বাতি এক সাথে উঠা নামা করছে। অথ্যাৎ দুটা লাল বাতিই এক সাথে একবার নিভছে আবার জ্বলে উঠছে। এই অবস্থায় প্রিন্ট হয় না। প্রিন্টের অর্ডার দিলে প্রিন্টার দেখায় যে, ink pad is at the end of its service life । এরকম সমস্যায় পরলে আপনি Resetter Epson L800 Software দিয়ে তা সহজেই সমাধান করতে পারবেন। 

  • প্রথমে  Resetter Epson L800 সফটওয়্যারটি ডাউনলোড করুন।
  • তারপর AdjProg.exe তে ডাবল ক্লিক করে ওপেন করুন।
  • নিচের চিত্রের দেখানো Accept সিলেকশন সিলেক্ট করুন।



  •  খন নিচের চিত্রের দেখানো Particular Adjustment Mode সিলেক্ট করুন।



  • নিচের চিত্রের দেখানো সমস্যা Waste Ink Pad counter  সিলেক্ট করে Ok করুন।


  • নিচের চিত্রে দেখানো ৫ অর্থ্যাৎ Check, ৬ এবং 7 নং দেখানো যায়গায় টিক চিহ্ন দিন এবং ৮ নং দেখানো যায়গায় Initialization এ ক্লিক করে ok করুন। 




সর্বশেষে প্রিন্টারটি রিস্টার্ট করুন। আশা করি আপনার প্রবলেমটি সমধান হয়ে গেছে।

 

Copyright @ 2013 ফর কম্পিউটার .