- প্রথমে Resetter Epson L800 সফটওয়্যারটি ডাউনলোড করুন।
- তারপর AdjProg.exe তে ডাবল ক্লিক করে ওপেন করুন।
- নিচের চিত্রের দেখানো Accept সিলেকশন সিলেক্ট করুন।
- খন নিচের চিত্রের দেখানো Particular Adjustment Mode সিলেক্ট করুন।
- নিচের চিত্রের দেখানো সমস্যা Waste Ink Pad counter সিলেক্ট করে Ok করুন।
- নিচের চিত্রে দেখানো ৫ অর্থ্যাৎ Check, ৬ এবং 7 নং দেখানো যায়গায় টিক চিহ্ন দিন এবং ৮ নং দেখানো যায়গায় Initialization এ ক্লিক করে ok করুন।
সর্বশেষে প্রিন্টারটি রিস্টার্ট করুন। আশা করি আপনার প্রবলেমটি সমধান হয়ে গেছে।