পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় ভাইরাসের কারনে সব সুপার হিডেন হয়ে যায় আর কিছু ফাইল শর্টকার্ট হয়ে যায়। ফলে ফাইল বা ফোল্ডার দেখা যায় না কিন্তু জায়গা ঠিকই দখল করে রাখে। এতে অনেকে ভাবে ভাইরাসের কারনে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে। আসলে ফাইলগুলো যেখানে যেভাবে ছিল সেভাবেই আছে শুধু ভাইরেসের কারনে এগুলো দেখা যাচ্ছে না। প্রথমে পেনড্রাইভ থেকে ভাইরাসগুলো দুর করুন।
পেনড্রাইভ বা মেমেরী কার্ডে শর্টকাট ভাইরাস সমাধান:
- প্রথমে run এ গিয়ে cmd লিখে enter চাপুন।
- এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর (যেমন D:, E:, F, G: H:, I: , J:, K: ) টাইপ করুন।
- এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d
আশা করা যায় আপনার সমস্যা সমাধান হবে।