Mikrotik Router এর clock ঠিক করার নিয়ম

Mikrotik Router এর clock ঠিক করার জন্য winbox এর মাধ্যমে Mikrotik Router a Login করুন। তারপর System>Clock এ ক্লিক করুন। এখান Date, Time and Manual Time Zone ঠিক করে দিন। Apply>OK তে ক্লিক করুন।


কিন্তু এ প্রক্রিয়ায় আপনার Mikrotik Router পা্ওয়ার অফ হওয়ার সাথে সাথে Date, Time আবার রিসেট হয়ে যাবে। তাই Mikrotik Router a Login করে SNTP Client  এ গিয়ে Enabled এ টিক দিন। Mode এ unicast সিলেক্ট করুন। এবং Primary NTP Server এ 0.asia.pool.ntp.org এড্রেসটি এন্ট্রি করুন। অথবা http://www.pool.ntp.org/zone/bd থেকে যেকোন একটি সার্ভার এন্ট্রি করতে পারেন। তার পর Apply OK করুন। 


এবার System>Clock  থেকে শুধুমাত্র Manual Time Zone ঠিক করে দিন। Apply>OK তে ক্লিক করুন।

 

Copyright @ 2013 ফর কম্পিউটার .