Mikrotik Router এর Backup ও Restore করার নিয়ম

Mikrotik Router এ যেকোন প্রকার কাজ করার আগে Backup নেয়া দরকার। কারণ কোন রকম সমস্যা হলে আপনি আগের Backup ফাইলটি Restore করে আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে।


Mikrotik Router এর Backup ও Restore করার নিয়মঃ

  • Mikrotik Router a Login করুন। 
  • তারপর মেনু থেকে Files এ ক্লিক করুন।
  • এখন Backup এর ক্লিক করলে নতুন একটি Backup ফাইল তৈরী হবে। এখন এর ফাইলটিকে মাউস পয়েন্টার দিয়ে ড্র করে ডেস্কটপে কপি করুন। অথবা ফাইলটি সিলেক্ট করলে উপরে কপি বাটন থেকে কপি করতে পারবেন। 
  • আবার Restore করার জন্য Backup File মাউস পয়েন্টার দিয়ে টেনে File List বক্সটিতে ড্র করুন। এবং Backup File টি সিলেক্ট করে Restore বাটনে ক্লিক করে Yes/OK করুন। 

 

Copyright @ 2013 ফর কম্পিউটার .